ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে উন্নয়ন উৎসব ॥ একমঞ্চে আওয়ামী লীগ নেতারা

শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ ॥ এমিলি

প্রকাশিত: ০৬:০২, ২১ সেপ্টেম্বর ২০১৮

শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ ॥ এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং কলেজমাঠে নৌকার পক্ষে বৃহস্পতিবার বিকেলে জনসমুদ্র হয়েছে। ‘উন্নয়ন উৎসব’ নামে লৌহজং উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় নির্বাচনী ঢেউ ছড়িয়ে পড়ে। একইমঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সকলের বক্তব্যেই ছিল মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফ্তা ইয়াসমিন এমিলির নেতৃত্বে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যের সুর। এতে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হয়। পদ্মা তীরের এই জনপদে রেকর্ড পরিমাণ টেকসই উন্নয়ন চিত্র ফুটে আসে কথার মালায়। পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্প নির্মিত হচ্ছে এই এলাকায়। এসব বলতেই সাড়া পড়ে যায় জনসভায়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি অধ্যাপিকা সাগুফ্তা ইয়াসমিন এমিলি। জনসভা চলমান থাকার শেষ পর্যন্ত লোকজন আসতেই ছিল। সর্বশেষ মিছিলটি আসে মাওয়া থেকে আর দুপুর থেকে নৌপথে ও সড়কপথে সমাবেশস্থল ঘিরে মানুষের ঢল নামে। নৌকা নৌকা, ‘বঙ্গবন্ধুর নৌকা’, ‘শেখ হাসিনার নৌকা’, ‘এমিলির নৌকা’ এমন নানা স্লোগানে মুখর হয়। বাদ্য বাজনা নিয়ে মিছিলের পর মিছিল। ঐতিহ্যবাহী জনপদ লৌহজং যেন মিছিলের জনপদে রূপ নেয়। নৌকা, ট্রলার, লঞ্চসহ নানা নৌযানে করে লোকজন জড়ো হয় এই সমাবেশে। এছাড়া সড়কপথে বাসের পর বাস ভর্তি হয়ে আসে লোকজন। সকলের হাতে শোভা পায় বর্ণিল ফেস্টুন। শেখ হাসিনা ও এমিলির ছবি সংবলিত এই ফেস্টুন ছিল সমাবেশে উপস্থিত নারী পুরুষের হাতে হাতে। এই সমবেশে লক্ষণীয় বিষয় ছিল বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণ। বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষের সরব উপস্থিত আর নানা স্লোগানে মুখর হয়ে উঠে পদ্মা তীরের এই মাঠ। লৌহজং উপজেলার ১০ ইউনিয়ন এবং টঙ্গীবাড়ি উপজেলার ১৩ ইউনিয়ন মোট ২৩ ইউনিয়নের ২০ চেয়ারম্যানই উপস্থিত ছিলেন এই জনসভায়। ২৩ ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অংশ নেন। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতিতে জনসভাটি বিশেষ এক ঐক্যের অনুরণন ছড়িয়ে দেয়। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে এটি স্মরণকালের বড় এক জনসভা বলেও দাবি করেছেন নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, তিন ভাইস চেয়ারম্যান জাকির ব্যাপারী, রাহাত খান রুবেল ও এমিলি পারভীন, লৌহজং আওয়ামী লীগের তিনি যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বিএম সোয়েব ও শেখ আনোয়ার হোসেন, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিলানুর রহমান মিলন, বেতকা ইউপি চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু, কামারখারা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, বালিগাঁও ইউপি চেয়ারম্যান হাজী দুলাল, আড়িয়াল ইউপি চেয়ারম্যান দ্বিন ইসলাম, বেজগাঁও ইউপি চেয়ারম্যান আমির হোসেন, ক্ষিদিরপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ব্যাপারী, লৌহজং-তেউটিয়ার রফিকুল ইসলাম মোল্লা, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কুমারভোগের ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, মেদিনীম-ল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, লৌহজং উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক হামিদুর রহমান জুয়েল ও যুগ্ম-আহ্বায়ক বিদ্যুত আলম মোড়ল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা সাগুফ্তা ইয়াসমিন এমিলি এমপি বলেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, তার হাত ধরেই আসছে সোনালি দিন। রচিত হচ্ছে আগামী প্রজন্মের সোনালি দিন। তিনি মুন্সীগঞ্জ-২ আসনের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, গ্রামীণ জনপদের চেহারা পাল্টে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ সকল সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মানুষের আর্থ-সামাজিক অবস্থার যুগান্তকারী পরিবর্তন এসেছে। এসবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে। এর ধারাবাহিকতা রক্ষায় এবং বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নে তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
×