ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে আওয়ামী লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ০৬:০০, ২১ সেপ্টেম্বর ২০১৮

বরিশালে আওয়ামী লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজকে বুধবার দিবাগত রাত ১০টার দিকে কুপিয়ে মারাত্মক জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে নগরীর ভাটিখানা এলাকায়। আহত আব্দুল আজিজ (৪৪) নগরীর পলাশপুরের বৌ-বাজার এলাকার বাসিন্দা আব্দুস ছাত্তারের পুত্র। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন আহত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, স্থানীয় কসাই নাদির মিয়ার পুত্র সুমন তার সহযোগী শিপন ও ডেনিসহ তাদের সহযোগীরা গত কয়েকদিন থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী সুমন তার সহযোগীদের নিয়ে বুধবার রাতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদারীপুরে সাড়ে ৬ লাখ টাকার জাল নোটসহ আটক এক নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ সেপ্টেম্বর ॥ মাদারীপুরে ৬ লাখ ৫৯ হাজার ৬শ’ টাকার জাল নোটসহ মিলন আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে রাজৈর উপজেলার বৈরাগীর বাজার থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, জাল টাকা তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চর কাশিমপুর এলাকার বৈরাগীর বাজারের জিয়াউল হকের কম্পিউটার দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় ১ হাজার টাকার ৪৮টি, ৫শ’ টাকার এক হাজার ২২০টি ও ১শ’ টাকার ১৬টিসহ মোট ৬ লাখ ৫৯ হাজার ৬শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পুলিশ এই সঙ্গে দোকানের মালিক মিলন আলীকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় জালিয়াত চক্রের অন্য দুই সদস্য জিয়াউল হাওলাদার ও মোজাম্মেল হক পালিয়ে যায়।
×