ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই

বঙ্গোপসাগরে নিম্নচাপ ৩ নম্বর সতর্ক সঙ্কেত

প্রকাশিত: ০৫:৫৭, ২১ সেপ্টেম্বর ২০১৮

বঙ্গোপসাগরে নিম্নচাপ ৩ নম্বর সতর্ক সঙ্কেত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সপ্তাহ খানেকের তীব্র দাবদাহের পর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। তবে নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার, যা ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৈয়দা মিমি পারভীন জানান, লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলেও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই। এর প্রভাবে ঝড় হাওয়া এবং বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হতে পারে। শরতকালের এ সময়ে তীব্র তাপদাহ থেকে মাঝে-মধ্যে লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে, যার সবগুলো নিম্নচাপে রূপ নেয় না। বঙ্গোপসাগরে ৫ ট্রলারডুবি, নিখোঁজ এক ॥ স্টাফ রিপোর্টার, গলাচিপা থেকে জানান, ঝড়ো বাতাস ও প্রচ- ঢেউয়ের তোড়ে গভীর বঙ্গোপসাগরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পাঁচটি জেলে ট্রলার মাঝিমাল্লা নিয়ে ডুবে গেছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই জেলে হলেন উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মোখলেছ গাজীর ছেলে শাকিল হোসেন (৩৫)। উদ্ধার হওয়া কয়েকজন জেলেদের বরাত দিয়ে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মনিপাড়া গ্রামের ফারুক মিয়া বলেন, ঝড়ো বাতাস আর প্রচ- ঢেউয়ের তোড়ে গভীর বঙ্গোপসাগরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার মাছ ধরার পাঁচটি জেলে ট্রলার মাঝিমাল্লা নিয়ে ডুবে যায়। ডুবে যাওয়া ওইসব ট্রলারের মালিকরা হলেন উপজেলার চালিতাবুনিয়া গ্রামের অহিদুল হাওলাদার, কানকুনিপাড়া গ্রামের বাবু গাজী, কেউর হাওলা গ্রামের বাবুল ফকির, কাজিকান্দা গ্রামের মজিবর ও নিজকাটা গ্রামের মিলন। এদের মধ্যে অহিদুলের ট্রলারের ৬ জেলেকে উদ্ধার করা হলেও শাকিল নামের একজন নিখোঁজ রয়েছেন। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি মোশারেফ হোসেন বলেন, ‘ট্রলারগুলো ডুবে যাওয়ার খবর শুনেছি।
×