ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতিবিরোধী গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৫৩, ২১ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতিবিরোধী গণশুনানি অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুত সমিতির মাধ্যমে ইতোমধ্যে ২ কোটি ৩৬ লক্ষ গ্রাহককে বিদ্যুত সুবিধার আওতায় আনা হয়েছে। সরকার গ্রাহকদের কল্যাণে মাঠ পর্যায়ে হয়রানি ও দুর্নীতি বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক গঠিত দুর্নীতি বিরোধী টাস্কফোর্স এর সিদ্ধান্তের প্রেক্ষিতে চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-১ এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রামের পটিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুর্নীতির এৎবু অৎবধ এর কারণসমূহ চিহ্নিতকরণ ও প্রতিকার ইত্যাদি নির্ধারণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) এবং টাস্ক ফোর্সের আহ্বায়ক ইয়াকুব আলী পাটওয়ারী উপস্থিত ছিলেন। এ সময় তিনি সংযোগ প্রত্যাশী গ্রাহকগণ ও জনপ্রতিনিধিদের কাছ থেকে নানা অভিযোগ শোনেন এবং বাপবি বোর্ড কর্তৃক বিতরণকৃত অভিযোগ ফরমে গ্রাহকদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে তাৎক্ষণিকভাবে বেশ কিছু অভিযোগ তিনি নিষ্পত্তি করেন এবং বাকি অভিযোগগুলো সমাধানে চট্টগ্রাম পবিস-১ এর জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সরকার গ্রাহকদের কল্যাণে সরকারী খরচে বিদ্যুত সংযোগ দিলেও মাঠ পর্যায়ে দালালদের দৌরাত্ম্য বন্ধে গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। নতুন সংযোগে দুর্নীতি বন্ধে তিনি সংশ্লিষ্ট গ্রাহককে সরাসরি অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান। -বিজ্ঞপ্তি
×