ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এমটিবির ১০ শতাংশ শেয়ার কিনবে নরফান্ড

প্রকাশিত: ০৫:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৮

এমটিবির ১০ শতাংশ শেয়ার কিনবে নরফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ১০ শতাংশ শেয়ার কিনবে দ্য নরওয়েজিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ বা নরফান্ড। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই জানিয়েছে, নরফান্ডের কাছে এমটিবির ১০ শতাংশ শেয়ার বিক্রির বিষয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে। নরফান্ড এই শেয়ারের বিপরীতে দেবে ১৭৩ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৮১৮ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের এমটিবির প্রতিটি শেয়ারের জন্য দ্য নরওয়েজিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ দেবে ২৭ টাকা ১৯ পয়সা। অর্থাৎ প্রতিটি শেয়ারের জন্য প্রিমিয়াম বাবদ এমটিবি পাবে ১৭ টাকা ১৯ পয়সা। এমটিবি ডিএসইকে আরও জানিয়েছে, নরফান্ডের জন্য বিদ্যমান শেয়ারের বাইরে নতুন করে ৬ কোটি ৩৭ লাখ ৭ হাজার শেয়ার ইস্যু করা হবে। আলোচিত এ শেয়ার কেনার পর এমটিবির পরিচালনা পর্ষদে নরফান্ডের পক্ষ থেকে একজন পরিচালক অন্তর্ভুক্ত করা হবে।
×