ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত হওয়ার বিস্তারিত তথ্য দিয়েছে ইসরাইল

প্রকাশিত: ০৫:৪৮, ২১ সেপ্টেম্বর ২০১৮

সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত হওয়ার বিস্তারিত তথ্য দিয়েছে ইসরাইল

ইসরাইলী বিমান বাহিনীর নেতৃত্বে এক প্রতিনিধি দল বৃহস্পতিবার মস্কো পৌঁছেছে। তারা ইসরাইলী বিমান হামলায় সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত করার ঘটনার বিস্তারিত বিবরণ দিতে সেখানে গেছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও ঘটনার পূর্ণ বিবরণ সংবলিত তথ্য দেয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। ইসরাইল সোমবার তাদের সামরিক বাহিনী পরিচালিত বিমান হামলার সময় দুর্ঘটনাবশত সিরিয়ায় ভূপাতিত একটি রুশ সামরিক বিমানের ক্রু সদস্যদের নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার দুঃখ প্রকাশ করে। এএফপি ও ফক্স নিউজ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রুশ বিমান ভূপাতিতের ঘটনায় ইসরাইলকে দায়ী করেছে। রুশ বিমান ক্রু সদস্যদের নিহত হওয়ার ঘটনায় রাশিয়া ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার হুমকি সৃষ্টি হয়েছে। দুই দেশ তিন বছর আগে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দুর্ঘটনাজনক সংঘাত রোধে একটি হটলাইন বা সরাসরি সংযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ঘটনার প্রতি ইসরাইলের প্রথম প্রতিক্রিয়ায় এক সামরিক বিবৃতিতে বলা হয়, সিরীয় বিমান বিধ্বংসী অস্ত্রের আঘাতে মঙ্গলবার রাতে ভূপাতিত রুশ বিমানের সদস্যরা নিহত হওয়ায় ইসরাইল দুঃখ প্রকাশ করছে। বিবৃতিতে ঘটনার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রশাসনকে দায়ী করা হয়। বলা হয়, তার সামরিক বাহিনী রুশ বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে এবং এ জন্য তারাই সম্পূর্ণভাবে দায়ী। ইসরাইল এ দুঃখজনক ঘটনার জন্য ইরান ও হিজবুল্লাহ্কে দায়ী করে। বিবৃতিতে বলা হয়, ইসরাইলী হামলার লক্ষ্য ছিল একটি সিরীয় সামরিক স্থাপনা। যেখানে উৎপাদিত অস্ত্র হিজবুল্লাহ্র কাছে পাঠানোর প্রস্তুতি চলছিল। ইরান ইসরাইলের প্রধান শত্রু।
×