ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাড়িচোর ও অজ্ঞান পার্টির ১১ সদস্য গ্রেফতার ॥ ১০ গাড়ি, ৩০ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার

প্রকাশিত: ০৫:৪১, ২১ সেপ্টেম্বর ২০১৮

গাড়িচোর ও অজ্ঞান পার্টির ১১ সদস্য গ্রেফতার ॥ ১০ গাড়ি, ৩০ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে গাড়ি চোর ও অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০টি চোরাই গাড়ি এবং ৩০ পিস চেতনানাশক ট্যাবলেট, দুটি টুথ পাউডারের কৌটা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি সিএনজি ও আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, লোকমান হোসেন (২৫), নিয়ামুল শরিফ (২৫), শেখ জামাল (২২), আব্দুর রশিদ মৃধা (২০), রাব্বি সিকদার (১৯), শাহ্ আলম (৫২) ও মাহাবুব সিকদার (৪৭)। বুধবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর মিরপুর, ডেমরা ও শ্যামপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারী জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ি চুরি করে আসছিল। চোরাই গাড়িগুলো কয়েক হাত বদল হয়ে যেত মুন্সীগঞ্জের ভবেরচর, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা এলাকায়। সেখানে স্থানীয়ভাবে গাড়িগুলো বিক্রি করত তারা। তাদের নিজস্ব লোকজন এসব গাড়ি বিক্রি করে থাকে। অজ্ঞান ও মলমপার্টির চার সদস্য গ্রেফতার ॥ রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে অজ্ঞান ও মলমপার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মিজানুর রহমান (৩৮), সৈয়দ সোলাইমান (৩৫), ওসমান খান (৩২) ও মোখলেছুর রহমান (৬৫)। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস চেতনানাশক ট্যাবলেট, দুটি টুথ পাউডারের কৌটা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়।
×