ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কওমি মাদ্রাসার মাস্টার্স সনদের স্বীকৃতি দিয়ে বিল পাস

প্রকাশিত: ০৮:০৩, ২০ সেপ্টেম্বর ২০১৮

কওমি মাদ্রাসার মাস্টার্স সনদের স্বীকৃতি দিয়ে বিল পাস

সংসদ রিপোর্টার ॥ কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রীর (ইসলামিক স্টাডিজ) সমমান দেয়ার লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বুধবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ‘আল হাইআতুল উলয়া লিল-জামা’আতিল কওমিয়া বাংলাদেশ বা কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রীর (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদান আইন-২০১৮’ নামের বিলটি পাসের আগে জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, কওমি মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রীর (ইসলামিক স্টাডিজ) সমমান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এ সংক্রান্ত এই বিলটি সংসদে আনা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপনের পর সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিটি গত ১৬ সেপ্টেম্বর সংসদে প্রতিবেদন জমা দেয়।
×