ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশেষ ধারাবাহিক ‘বউ বিবি বেগম’

প্রকাশিত: ০৬:৫৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

বিশেষ ধারাবাহিক ‘বউ বিবি বেগম’

স্টাফ রিপোর্টার ॥ বাংলা টিভিতে প্রচার শুরু হয়েছে বিশেষ ধারাবাহিক নাটক ‘বউ বিবি বেগম’। গত ১৫ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনদিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০-৩০ মিনিটে বাংলা টিভিতে নাটকটি প্রচার হচ্ছে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, কুসুম শিকদার, মীর সাব্বির, সাবিলা নূর, উর্মিলা শ্রাবন্তী কর, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, আব্দুল কাদের, তাসনুভা তিশা প্রমুখ। সাংসারিক টানাপোড়েন আর প্রেম ভালবাসা নিয়ে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বউ বিবি বেগমে’র কাহিনী গড়ে উঠেছে। প্রেম, বিরহ, টানাপোড়েন, সঙ্গে কমেডির সমন্বয়ে নাটকটি বেশ উপভোগ্য হয়ে উঠছে। নাটকে প্রতিপর্বে বিশেষ কোন বিষয় নিয়ে নানা হাস্যকর ঘটনা, পরিবারের বাস্তবতা, চলার পথের নানা সুখ-দুঃখের কথা নাটকীয়ভাবে তুলে ধরছেন অভিনয় শিল্পীরা। নাটকটি প্রসঙ্গে পরিচালক এজা মুন্না বলেন, নাটকটির প্রচার সবে শুরু হয়েছে। তবে অল্প সময়ে অনেকের কাছ থেকে নাটকটি নিয়ে ভাল সাড়া পাচ্ছি। নিয়মিত নাটকটি যারা দেখবেন তারা অনেক আনন্দ, বেদনার গল্প বাস্তবতার সঙ্গে মিল পাবেন। সঙ্গে বিনোদনও আছে বেশ। প্রতিটি শিল্পী তাদের গল্পে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আগামী পর্বগুলোতেও আরও চমক থাকবে। আমি চাই নাটকটি বাংলা টিভির জনপ্রিয় নাটক হিসেবে সবার কাছে সমাদৃত হোক। তাহলে আমাদের সার্থকতা হবে। বাংলা টিভির সিইও বলেন, বাংলা টিভি নানা সাজে ও কাজে পরিবর্তন হয়েছে। আমাদের দর্শক বাড়ছে। তাই আমরা আমাদের সবশ্রেণীর দর্শকের কথা মাথায় রেখে ‘বউ বিবি বেগম’ নাটকটি শুরু করেছি। এভাবেই সবসময় আগামীতেও নানা চমক থাকবে।
×