ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে ফিরছে স্বর্ণজয়ী তায়কোয়ানদো দল

প্রকাশিত: ০৬:৫৬, ২০ সেপ্টেম্বর ২০১৮

দেশে ফিরছে স্বর্ণজয়ী তায়কোয়ানদো দল

স্পোর্টস রিপোর্টার ॥ কানাডা ওপেনে স্বর্ণজয়ী বাংলাদেশ তায়কোয়ানদো দল মঙ্গলবার রাতে দেশে ফিরেছে (চীন হয়ে)। বিমানবন্দরে তায়কোয়ানদো দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের কর্মকর্তারা। গত ১৩ সেপ্টেম্বর ভ্যাঙ্কুভারের রিচমন্ডে অনুষ্ঠিত কানাডা ওপেনে অংশ নিতে সেখানে যায় ছয় সদস্যের বাংলাদেশ দল। ১৪ সেপ্টেম্বর পুরুষ সিনিয়র বিভাগে (অনুর্ধ-৩০) পুমসে দলগত ইভেন্টে স্বর্ণ জিতে বাংলাদেশ। এই ইভেন্টে ৩২টি দেশ অংশ নেয়। বাংলাদেশ দলের হয়ে এই ইভেন্টে লড়াই করেন ইমতিয়াজ ইবনে আলী, আব্দুল্লাহ আল নোমান ও আশিকুর রহমান হৃদয়। শাহীন চেস ক্লাব চ্যাম্পিয়ন দ্বিতীয় বিভাগ দাবা লীগ স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় বিভাগ দাবা লীগে শাহীন চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা ৮ খেলায় ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। ১৩ পয়েন্ট নিয়ে ঢাকা নাইটস চেস ক্লাব রানার্সআপ হয়। লার্নি চেস একাডেমি ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল আগামী ২০১৯ সালের প্রথম বিভাগ দাবা লীগে অংশগ্রহণের সুযোগ পাবে। সেমিফাইনালে আদাবাড়িয়া স্পোর্টস রিপোর্টার ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহ্যবাহী বাঁশগ্রামে চলছে ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট। আট দলের এই টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আদাবাড়িয়া গ্রাম। বুধবার বিকেলে বাঁশগ্রাম কলেজ মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পাইকপাড়াকে ৩-০ গোলে হারিয়েছে আদাবাড়িয়া। বিজয়ী দলের হয়ে গোল করেন সাঈদ হোসেন, রাকিবুল ইসলাম ও মিলন হোসেন। তৌহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাঁশগ্রাম ইংলিশ ক্রীড়া হোম ও মনোহরপুর জুনিয়র একাদশ।
×