ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ সদর উপজেলা

প্রকাশিত: ০৬:৫৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ সদর উপজেলা

স্পোর্টস রিপোর্টার ॥ সদর উপজেলার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে কিশোরগঞ্জে শেষ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ-১৭) জেলা পর্যায়ের খেলা। টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে তাড়াইল উপজেলাকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয় কিশোরগঞ্জ সদর উপজেলার গোলরক্ষক শাহাদাত। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয় নিকলী উপজেলার ওসমান (৩ গোল)। আজ থেকে শুরু স্কুল হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার থেকে ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন শাহ মাসুদ ইমাম (সিইও, ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড)। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে স্কলাসটিকা (উত্তরা) মুখোমুখি হবে মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের। এই আসরে টুর্নামেন্টে ঢাকা মহানগরীর ৩৬ স্কুল হ্যান্ডবল দল অংশ নিচ্ছে। সার্ভিসেস কুস্তিতে বিজিবি ও আনসার চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মহিলা বিভাগে বাংলাদেশ আনসার। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বিজিবি পেয়েছে ৫ স্বর্ণ, ৩ রৌপ্য ও ২ তাম্রপদক। এদিকে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন আনসার দল পেয়েছে ৬ স্বর্ণ ও ৪ রৌপ্যপদক। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
×