ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয় দিয়েই প্যানপ্যাসিফিক ওপেনের মিশন শুরু করলেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা

শেষ ষোলোতে আজারেঙ্কা

প্রকাশিত: ০৬:৫৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

শেষ ষোলোতে আজারেঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ প্যানপ্যাসিফিক ওপেনে কষ্টের জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। মঙ্গলবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে বেলারুশ সুন্দরী ৬-৪ এবং ৭-৫ গেমে পরাজিত করেন জাপানের কুরুমি নারাকে। কষ্টার্জিত জয়ের পরও সন্তুষ্ট আজারেঙ্কা। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়ন বলেন, ‘জয় সবসময়ই জয়। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে আমি খুব খুশি।’ টুর্নামেন্টের শেষ ষোলোতে ভিক্টোরিয়া আজারেঙ্কার প্রতিপক্ষ এ্যাশলে বার্টি। অস্ট্রেলিয়ার এই টেনিস তারকা মঙ্গলবার ৪-৬, ৬-৩ এবং ৭-৫ গেমে পরাজিত করেন আমেরিকার কোকো ভেন্ডেওয়েঘেকে। এদিকে বুধবার প্যানপ্যাসিফিক ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন নাওমি ওসাকা। সদ্য সমাপ্ত ইউএস ওপেনের শিরোপা জিতেন জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। ফাইনালে আমেরিকান কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে মেজর কোন শিরোপার স্বাদ পান তিনি। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের পর প্যানপ্যাসিফিক ওপেনেই নতুন করে শুরু করেন ওসাকা। শুরুটা বেশ ভালভাবেই করেছেন বিশ বছরের এই তরুণী। নিজের প্রথম ম্যাচে নাওমি ওসাকা এদিন ৬-২ এবং ৬-১ গেমে পরাজিত করেন স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন সিবুলকোভা। এর পরের সময়টাতে অবশ্য নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। নাওমি ওসাকার বিপক্ষে ম্যাচেও নিষ্প্রভ ছিলেন স্লোভাকিয়ান তারকা। মাত্র ৫৯ মিনিট লড়াই করেই সিবুলকোভাকে বিদায় করে দেন নাওমি ওসাকা। ম্যাচ শেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন জাপানের এই সফল প্রতিনিধি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে তার বিপক্ষে ম্যাচে কোন ধরনের চাপ অনুভব করিনি। খুব উপভোগ করেছি ম্যাচে।’ ২০১৬ সালে প্যানপ্যাসিফিক ওপেনের ফাইনাল খেলেছিলেন ওসাকা। এবার তার লক্ষ্য শিরোপা উঁচিয়ে ধরা। তবে স্বাগতিক তারকা কি পারবেন ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে? অপেক্ষা এখন সেটাই দেখার। এদিকে বুধবার আরেক ম্যাচে স্পেনের গারবিন মুগুরুজাকে বিদায় করেছেন আমেরিকান বাছাই এ্যালিসন রিস্ক। এদিন তিনি ৬-১ এবং ৬-২ গেমে হারান টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই হিসেবে খেলতে নামা গারবিন মুগুরুজাকে। পরের রাউন্ডে রিস্কের প্রতিপক্ষ ক্যারোলিনা পিসকোভা। চেক প্রজাতন্ত্রের এই প্রতিভাবান খেলোয়াড় এদিন ৪-৬, ৬-৪ এবং ৬-৪ গেমে হারান দারিয়া গ্যাব্রিলোভাকে। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম সেটটাও আমার হাতে ছিল কিন্তু আমি বোকার মতো কিছু ভুল করে বসি। তবে আমি সবসময়ই ইতিবাচক থাকার চেষ্টা করেছি। যদিওবা আমি ক্ষোভে আমার র‌্যাকেট ভেঙ্গে ফেলি কিন্তু তারপরও লড়াই চালিয়ে যাই আমি।
×