ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়া হ্যাটট্রিকে মিশন শুরু মেসির

প্রকাশিত: ০৬:৫৪, ২০ সেপ্টেম্বর ২০১৮

রেকর্ড গড়া হ্যাটট্রিকে মিশন শুরু মেসির

জাহিদুল আলম জয় ॥ গত দুই বছর খুব একটা ভাল সময় কাটছে না লিওনেল মেসির। পাঁচবারের ফিফা সেরা তারকা কি বিশ্বকাপ, কি চ্যাম্পিয়ন্স লীগ কোনটাই জিততে পারেননি। তবে নতুন মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন বার্সিলোনার আর্জেন্টাইন জাদুকর। তার নৈপুণ্যে ভর করে কাতালানরা সবধরনের টুর্নামেন্টেই উড়ছে। মঙ্গলবার রাতেও আলো ছড়িয়েছেন মেসি। চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ম্যাচে বার্সিলোনা ৪-০ গোলে হারিয়েছে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে। ন্যুক্যাম্পে ‘বি’ গ্রুপের এই ম্যাচে কাতালানদের হয়ে হ্যাটট্রিক করেছেন মেসি। আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে গেছেন। গ্রুপের আরেক নাটকীয় ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে ইতালির ইন্টার মিলান। ‘এ’ গ্রুপে শুভসূচনা করেছে স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ ও জার্মানির বরুশিয়া র্ড্টমুন্ড। দু’দলই প্রতিপক্ষের মাঠে জিতে এসেছে। ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে। ফরাসী ক্লাব মোনাকোকে ২-১ গোলে হারিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকা বার্সিলোনা ২১ মিনিটে প্রথম ভাল সুযোগ পায়। মেসির পাস পেয়ে দুরূহ কোণ থেকে পাশের জালে মারেন লুইস সুয়ারেজ। মেসির অসাধারণ নৈপুণ্যে ৩২ মিনিটে এগিয়ে যায় বার্সিলোনা। প্রায় ২২ গজ দূর থেকে বাঁকানো ফ্রিকিকে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। এরপর ভালই পাল্লা দিতে থাকে পুচকে আইন্দহোভেন। তবে বিরতির পর ১২ মিনিটের ধাক্কায় উড়ে যায় তারা। ৭৫ মিনিটে ফিলিপ কুটিনহোর পাস পেয়ে দুই মিডফিল্ডারের মধ্য দিয়ে বল নিয়ে বের হয়ে একজনকে কাটিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ফরাসী ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। দুই মিনিট পর ইভান রাকিটিচের উঁচু করে বাড়ানো বল ডি বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মেসি। এর কিছুক্ষণ পর ১০ জনের দলে পরিণত হয় বার্সিলোনা। লোসানোকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠছাড়া হন ফরাসী ডিফেন্ডার সামুয়েল উমতিতি। তবে তাতে পাঁচবারের চ্যাম্পিয়নদের আক্রমণের ধার একটুও কমেনি। এরই ধারাবাহিকতায় ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। সুয়ারেজের বাড়ানো বলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। ইউরোপ সেরা প্রতিযোগিতায় আর্জেন্টাইন তারকার এটি ১০৩তম গোল। এখন চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক মেসি। ইউরোপের ক্লাব পর্যায়ের সেরা প্রতিযোগিতায় অষ্টম হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা। এতদিন রোনাল্ডোর সঙ্গে সমান সাতটি হ্যাটট্রিকের রেকর্ড ছিল মেসির। সবমিলিয়ে এটি মেসির ক্যারিয়ারের ৪৮ নম্বর হ্যাটট্রিক। ম্যাচ শেষে মেসির ভূয়সী প্রশংসা করেছেন বার্সিলোনার কোচ আর্নেস্টো ভালভার্ডে। তিনি বলেন, মেসি অসাধারণ সব নৈপুণ্য দেখায়। আর সেগুলোকে যেন সে অভ্যাসে পরিণত করেছে। আমাদের সবসময় মনে রাখতে হয় যে এটা একটা অভিনব যুগ। মেসি যখন খেলা বন্ধ করে দেবে তখন তার মতো আরেকজন খুঁজে পাওয়া খুব কঠিন হবে। এদিকে শুভসূচনা করেছে এ্যাটলেটটিকো ও বরুশিয়া ডর্টমুন্ড। মোনাকোর মাঠে খেলতে গিয়ে শুরুতেই পিছিয়ে পড়েছিল এ্যাটলেটিকো। ১৮ মিনিটে অতিথিদের জালে বল জড়ান মোনাকোর উইঙ্গার স্যামুয়েল গ্রান্ডসি। তবে প্রথমার্ধেই এই গোল শোধ করে দেয় এ্যাটলেটিকো। ৩১ মিনিটে সমতাসূচক গোলটি করেন দিয়াগো কোস্টা। আর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন জোশে গিমেনেজ। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোন দলই। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে জয়ের জন্য বেশ ভালই ঘাম ঝরাতে হয়েছে জার্মানির অন্যতম সেরা ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে। প্রথমার্ধ তো বটেই ম্যাচের প্রায় পুরো সময়ই কেটেছে গোলশূন্য অবস্থায়। ৮৫ মিনিটে অবশেষে প্রতিপক্ষের রক্ষণভেদ করতে সক্ষম হয় বরুশিয়া। গোল করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ।
×