ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব নীলফামারীতে

প্রকাশিত: ০৬:৫৩, ২০ সেপ্টেম্বর ২০১৮

মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব নীলফামারীতে

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ প্রিমিয়াম লীগে চারবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব নীলফামারীর মাটি ছুঁয়েছে। শুক্রবার বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নীলফামারী এসে পৌঁছে ফুটবল দলটি। ২৫ সদস্যের দলটি সেখান থেকে রংপুরের নর্থভিউ হোটেলে। দলের কোচ হিসেবে রয়েছেন আহমেদ রশীদ। সৈয়দপুর বিমানবন্দরে তাদের ফুল দিয়ে স্বাগত শুভেচ্ছা জানায় জেলা ক্রীড়া সংস্থা। এর আগেরদিন গত মঙ্গলবার দুপুরে নীলফামারীতে আসে বাংলাদেশের বসুন্ধরা কিংস ফুটবল দল। তারাও রয়েছে হোটেল নর্থভিউয়ে। অপরদিকে গতকাল বুধবার বিকালে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ফুটবল দল অনুশীলন করেছে। এই স্টেডিয়ামেই তারা আন্তর্জাতিক প্রীতিম্যাচটি খেলবে। প্রায় ২১ হাজার দর্শক এই ম্যাচ উপভোগ করবে বলে আয়োজকরা আশা করছে। সেই সঙ্গে দর্শক হিসেবে বাংলাদেশস্থ মালদ্বীপের রাষ্ট্রদূত আইশাথ শান শাকির নীলফামারী আসার কথা রয়েছে বলে জানালেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। বসুন্ধরা কিংস ফুটবল দলের হয়ে খেলবে রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেস ও গাম্বিয়ান স্ট্রাইকার উসমান জ্যালো, হাইতি ন্যাশনাল টিমের খেলোয়াড় বিল ফোর্ড ও আফগানিস্তানের মার্সিও। অপরদিকে মালদ্বীপ ফুটবল দলে রয়েছে স্পেনের রুইজ পাজ এঞ্জেল লুইস, তুর্কমেনিয়া আমির গোরবানি ও উগা-ার কিপসন আথুইরে। বিষয়টি নিশ্চিত করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। আগামী ২১ সেপ্টেম্বরের খেলায় টিকেটের মূল্য সাধারণ ১০০ টাকা, ভিআইপি ১০০০ টাকা রাখা হয়েছে। দর্শকের জন্য এবার রয়েছে র‌্যাফেল ড্র।
×