ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টানা দুইদিন দুই ভেন্যুতে খেলবে বাংলাদেশ

‘সুপারফোরে’র অদ্ভুত সূচী

প্রকাশিত: ০৬:৫৩, ২০ সেপ্টেম্বর ২০১৮

‘সুপারফোরে’র অদ্ভুত সূচী

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপের ‘সুপারফোরে’র কী এক অদ্ভুতুড়ে সূচী তৈরি করে দিল এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), শুধুই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে। গ্রুপপর্বের খেলা এখনও শেষ হয়নি। অথচ ‘সুপারফোরে’র সূচী তৈরি করে ফেলেছে এসিসি! সেই সূচীতে ভারতকে সুবিধা দিতে গিয়ে এমনই অবস্থা হয়েছে, বাংলাদেশকে টানা দুইদিন দুই ভেন্যুতে খেলতে হবে। অন্য কোন দলকে নয়, শুধু বাংলাদেশকেই ‘সুপারফোরে’ টানা দুইদিন দুই ভেন্যুতে খেলতে হবে। আজ আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ আবুধাবিতে খেলার পর শুক্রবার ‘সুপারফোরে’ নিজেদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইয়ে খেলবে বাংলাদেশ। সূচী ঘোষণা করায় কোন গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ থাকছে না। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ যে দলই হোক, খেলা নির্ধারণ হয়ে গেছে। ‘সুপারফোরে’র নির্ধারিত খেলা অনুযায়ী শুক্রবার বাংলাদেশ-ভারত খেলা হবে দুবাইয়ে। একইদিন পাকিস্তান ও আফগানিস্তান খেলা হবে আবুধাবিতে। একদিন বিরতি দিয়ে ২৩ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান খেলা হবে দুবাইয়ে আর একইদিন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি হবে আবুধাবিতে। আবার একদিন বিরতি দিয়ে ২৫ সেপ্টেম্বর ভারত ও আফগানিস্তান খেলবে দুবাইয়ে। পরেরদিন বাংলাদেশ ও পাকিস্তান খেলবে আবুধাবিতে। ২৮ সেপ্টেম্বর ‘সুপারফোরে’ পয়েন্ট তালিকায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া দল খেলবে ফাইনালে। ফাইনালটি হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর ম্যাচগুলো বাংলাদেশ সময় সাড়ে ৫টায় শুরু হবে। ভারতের সবকটি ম্যাচই সূচী অনুযায়ী দুবাইয়ে হচ্ছে। গ্রুপপর্বের ম্যাচগুলোও ভারত দুবাইয়েই খেলেছে। ভারতকে সুবিধা দিতে গিয়ে এমন সূচীই করেছে এসিসি। সব দলকেই এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে গিয়ে খেলতে হবে। বিশেষ করে অসুবিধা সবচেয়ে বেশি বাংলাদেশেরই হচ্ছে। আজ ম্যাচ খেলবে আবুধাবিতে। শুক্রবার খেলবে দুবাইয়ে। ভ্রমণ ক্লান্তি আছে। সেই ক্লান্তি নিয়ে আজ রাতে আবুধাবিতে ম্যাচ শেষ হওয়ার পর শুক্রবারই বিকেলে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলতে নামবে বাংলাদেশ। তাতে করে ভারত সুবিধা পেতেই পারে। তারা যে ভেন্যু পরিবর্তন করে খেলতে নামছে না। উল্টো বাংলাদেশ টানা দুইদিন দুই ভেন্যুতে খেলবে। এমন সূচীতে চটেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। হতাশ হয়েছেন। হতাশা ঝেড়েছেনও। তিনি বলেছেন, ‘এটা হতাশাজনক। আমরা এ টুর্নামেন্ট খেলতে এসেছি একটা লক্ষ্য নিয়ে। শ্রীলঙ্কার সঙ্গে খেলার পর দ্বিতীয় ম্যাচ খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই ছিল। তাতে করে ‘সুপারফোরে’র প্রথম ম্যাচটি ‘এ’ গ্রুপের রানার্সআপের সঙ্গে পরবে। কিন্তু আজ (বুধবার) সকালে আমরা জানতে পারি, গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ফল কোন গুরুত্ব বহন করে না। আমরা ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়েই ‘সুপারফোরে’ খেলব! এটা খুবই হতাশাজনক।’ এমন সূচী দেখে চটেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও। হতাশা এবং ক্ষোভ থেকে তিনি বলেছেন, ‘আপনি যদি সূচীর কথা বলেন তাহলে দেখুন, ভারত যদি শেষ ম্যাচে হেরেও যায় তবুও এখানেই (দুবাই) থেকে যাবে। বিমান ভ্রমণ অতি অবশ্যই একটা বড় বিষয়। আপনি যদি এই আবহাওয়া, অত্যধিক গরমের ভেতরে ম্যাচের মধ্যেও দেড়-দুই ঘণ্টার ভ্রমণ করেন তাহলে ব্যাপারটা আর সহজ থাকে না। আপনি ম্যাচে মনোযোগ দেবেন নাকি ভ্রমণ ক্লান্তি দূর করবেন? আমার মনে হয় এটা সব দলের জন্যই সমান থাকা উচিত ছিল। শুধু ভারত বা পাকিস্তানের জন্য নয়। যারা আবুধাবিতে খেলবে তাদের সব ম্যাচ হবে আবুধাবিতেই, যারা দুবাইতে খেলবে তাদেরটা দুবাইতে। আমি জানি না এশিয়ান ক্রিকেট কাউন্সিল কিভাবে এ সূচী করলো।’ ‘সুপারফোর’ সূচী তারিখ প্রতিপক্ষ ভেন্যু ২১ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত দুবাই পাকিস্তান-আফগানিস্তান আবুধাবি ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান আবুধাবি ভারত-পাকিস্তান দুবাই ২৫ সেপ্টেম্বর ভারত-আফগানিস্তান দুবাই ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান আবুধাবি ২৮ সেপ্টেম্বর ফাইনাল দুবাই * সব ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু।
×