ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌসুম শেষ শারাপোভার

প্রকাশিত: ০৬:৫২, ২০ সেপ্টেম্বর ২০১৮

মৌসুম শেষ শারাপোভার

জিএম মোস্তফা ॥ এ বছরে আর কোর্টে নামছেন না মারিয়া শারাপোভা। ২০১৮ সালের শেষের দিকে তিনটি টুর্নামেন্টে খেলার কথা থাকলেও সেগুলোতে রাশিয়ান তারকা অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমসের বেন রোথেনবার্গ। এর ফলে নতুন বছরের আগে আর কোন টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না পাঁচ গ্র্যান্ডস্লামের মালিক মারিয়া শারাপোভাকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় শারাপোভা সর্বশেষ ইউএস ওপেনের কোর্টে নেমেছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার। মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় তাকে। তবে ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা ছিল আর তিনটি টুর্নামেন্টে খেলবেন তিনি। কিন্তু সোমবার চীনা ওপেন, তিয়ানজিন ওপেন এবং ক্রেমলিন কাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন শারাপোভা। মূলত ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত হওয়ার জন্যই বিশ্রামের সিদ্ধান্ত নেন সাবেক এই নাম্বার ওয়ান। এ প্রসঙ্গে শারাপোভা বলেন, ‘ডান কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত হয়নি আমি। যে কারণেই বেজিং, তিয়ানজিন এবং মস্কোর টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে রেখেছি। এই টুর্নামেন্টের প্রতিযোগিতা আমি সত্যিই মিস করব। কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য নিজেকে বিশ্রাম দেয়াটাও খুব গুরুত্বপূর্ণ।’ বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৪ নম্বরের খেলোয়াড় শারাপোভা। তিয়ানজিন ওপেনের বর্তমান চ্যাম্পিয়নও তিনি। কিন্তু চোটের কারণে এবার আর শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে পারছেন না সাবেক এই নাম্বার ওয়ান। তাতে চরম হতাশ শারাপোভা। এ বিষয়ে মাশা বলেন, ‘শিরোপা ধরে রাখার জন্য তিয়ানজিন ওপেনে ফিরতে চেয়েছিলাম আমি। কিন্তু দুর্ভাগ্য যে সেখানে অংশ না নিয়ে নিজেকে বিশ্রামে রাখতে হচ্ছে। তাতে আমি চরম হতাশ যে এবার আমার ভক্ত-অনুরাগীদের সামনে খেলতে পারছি না। তবে আশাকরি ভবিষ্যতে আবার এখানে ফিরব। তবে পঞ্চম বার্ষিকীতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যই শুভকামনা রইলো আমার।’ ২০১৮ সালের কোন গ্র্যান্ডস্লামেই সুবিধে করতে পারেননি শারাপোভা। মেজর টুর্নামেন্টে তার সর্বোচ্চ ফলাফল কোয়ার্টার ফাইনাল। ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে খেলা রাশিয়ান তারকা অস্ট্রেলিয়ান ওপেনের রাউন্ড অব ৩২ থেকেই ছিটকে পড়েন। তবে উইম্বলডনে আরও বাজে পারফর্ম করেন তিনি। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন মারিয়া শারাপোভা। এ বছরে গ্র্যান্ডস্লামে আলো ছড়িয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি, সিমোনা হ্যালেপ, এ্যাঞ্জেলিক কারবার এবং নাওমি ওসাকা। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম ওজনিয়াকি। কিন্তু মেজর কোন শিরোপা জিততে পারছিলেন না তিনি। দীর্ঘ সময় পর এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনেই জিতেন স্বপ্নের সেই গ্র্যান্ডস্লামের ট্রফি। ফাইনালে তিনি রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট হ্যালেপ তার আক্ষেপ ঘোচান ফ্রেঞ্চ ওপেনেই। ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান রোমানিয়ান তারকাও। উইম্বলডনে এসে ফর্ম ফিরে পান এ্যাঞ্জেলিক কারবার। ২০১৬ সালটা দুর্দান্ত কাটানো জার্মান তারকা সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারের তৃতীয় মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। তবে চমকটা দেখা যায় ইউএস ওপেনে। মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে এসে ইতিহাস গড়েন নাওমি ওসাকা। জাপানের প্রথম কোন খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। তাও আবার নিজের আইডল সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে।
×