ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেবাননকেও উড়িয়ে দিল মারিয়ারা

প্রকাশিত: ০৬:৫২, ২০ সেপ্টেম্বর ২০১৮

লেবাননকেও উড়িয়ে দিল মারিয়ারা

রুমেল খান ॥ ফুটবলে দুই দল মিলে খেলোয়াড় হয় ২২। আর বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ২ ম্যাচ মিলেই গোল হলো ২২টি! এদিন স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত শ’ পাঁচেক দর্শকের গাঁটের পয়সা যে পুরোপুরি উসুল হয়েছে এতে সন্দেহের কোন অবকাশ নেই। ‘আশ্বিন মাসের তালপাকা রোদ, মেজাজটা হয় হট/কাজ-কামে আর পাচ্ছি না তাল, লাগছে মাথায় জট!’ মধ্য সেপ্টেম্বরের স্বাভাবিক তাপমাত্রা ঢাকায় যেখানে ৩৬ ডিগ্রী সেলসিয়াস, সেখানে গনগনে উত্তপ্ত টার্ফের তাপমাত্রা ৪০ ডিগ্রীর কাছাকাছি। এখানে পাঁচ মিনিট ফুটবল খেললে জান কাবাব হয়ে যায়। অথচ বুধবার বাংলার বাঘিনীরা কি অবলীলায় না একনাগাড়ে ৯০ মিনিট খেলে গেল! শুধু খেলেইনি, প্রতিপক্ষ লেবাননকে নাচিয়ে-কাঁপিয়ে-কাঁদিয়ে তাদের জালে ‘দুই হালি’ (৮-০) বল পাঠিয়েছে। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে সবচেয়ে বড় জয় কুড়িয়ে নিয়েছে পূর্ব-এশিয়ান দেশ ভিয়েতনাম। তারা ১৪-০ গোলে বিধ্বস্ত করে মধ্যপ্রাচ্যের বাহরাইনকে। জিতে আড়াই ঘণ্টার মতো এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বাংলাদেশ (আগে ছিল দুইয়ে)। পরের ম্যাচে বাহরাইনকে হারিয়ে বাংলাদেশের পাশে নাম লেখায় ভিয়েতনাম (আগে ছিল তিনে)। এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে (‘এফ’ গ্রুপ) ২ ম্যাচের প্রতিটিতেই জিতে ৬ পয়েন্ট বাংলাদেশ-ভিয়েতনামের। তবে ভিয়েতনাম যদি আরেকটি গোল বেশি করতো তাহলে গোল গড়ে এগিয়ে থাকায় তারাই এককভাবে অবস্থান করতো শীর্ষে। এ থেকে পরিষ্কার বোঝা যায়, শীর্ষে যাবার জন্য গোলের হিসেব-নিকেশ করেই মাঠে নেমেছিল ভিয়েতনাম। ১৫ গোল করার টার্গেট তারা প্রায় পূরণ করেই ফেলেছিল। কিন্তু ভাগ্য সহায় না হওয়াতে ১টি গোল আর করতে পারেনি। এই আসরে অপরাজিত থাকার সুনামটা আর ধরে রাখতে পারেনি পশ্চিম এশিয়ার দেশ লেবানন। কারণ স্বাগতিক বাংলাদেশ তাদের উপহার দেয় হারের তেতো স্বাদ। যে লেবানন আগের দুই ম্যাচে করেছিল মোট ১৪ গোল, সেই লেবাননের জালেই গুনে গুনে ৮ বার বল পাঠায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। আগের ম্যাচের ভুলত্রুটিগুলো এই ম্যাচে আর না করার অঙ্গীকার ছিল ছোটনের। প্রথম ম্যাচে নিজেদের ৫টি গোল বাতিল হয়েছিল অফসাইড আর ফাউলের কারণে। সে তুলনায় এই ম্যাচে ওই ভুলগুলো খুব কমই করেছে বাংলাদেশ। বুধবার গোল বাতিল হয়েছে মাত্র একটি। বাংলাদেশ দল তাদের গোলের হালখাতা খোলে ১৪ মিনিটে। দুই ডিফেন্ডারের ফাঁক গলিয়ে বক্সে ঢুকে পড়ে ডান পায়ের প্লেসিংয়ে ম্যাচে বাংলাদেশকে লিড এনে দেয় সাজেদা খাতুন (১-০)। ২০ মিনিটে মারিয়ার পাসে বল পেয়ে শট নেয় তহুরা। তার শট ফেরাতে যায় প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। কিন্তু বল ঢুকে যায় জালে (২-০)। হয়ে যায় আত্মঘাতী গোল। ২৩ মিনিটে বাঁপ্রান্ত থেকে বল নিয়ে কোনাকুনি শট করে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে গোল করে স্কোরশিটে নাম ওঠায় তহুরা খাতুন (৩-০)। ২৭ মিনিটে ডিফেন্ডার আনাই মগিনি ডানপ্রান্ত থেকে বল জড়ায় জালে (৪-০)। ৩৯ মিনিটে বক্সে বল নিয়ে ঢুকে পড়ে সাজেদা। তাকে ঘিরে ধরে লেবাননের চার ডিফেন্ডার। কিন্তু শেষ রক্ষা হয়নি। আটকানো যায়নি তাকে। বল জালে ঠেলে দিয়ে বাংলাদেশের পঞ্চম গোল এনে দেয় এই ফরোয়ার্ড (৫-০)। প্রথমার্ধে ৫ গোল দিয়ে বিরতিতে যায় লাল-সবুজ শিবির। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে তারা। ৪৮ মিনিটে সাজেদার বাড়িয়ে দেয়া বলে বাঁ পায়ের গড়ানো প্লেসিং শটে দর্শনীয় গোল উপহার দেয় শামসুন্নাহার জুনিয়র (৬-০)। ৬৭ মিনিটে সুলতানার পাসে বল পেয়ে লেবাননের জালে পাঠায় শামসুন্নাহার জুনিয়র (৭-০)। ৭৫ মিনিটে বক্সের ভেতর থেকে ইলামণির গড়ানো ক্রসে বল পেয়ে ফাঁকা পোস্টে বল ঠেলে দেয় বদলি ফরোয়ার্ড রোজিনা আক্তার (৮-০)। ৮২ মিনিটে ফাউলের কারণে শামসুন্নাহার জুনিয়রের একটি গোল বাতিল হয়। ৮৪ মিনিটে বাঁপ্রান্ত থেকে সুলতানার শট ছিল নিশ্চিত গোল। কিন্তু বল জালে ঢোকার মুহূর্তে পা ছুঁইয়ে দিতে গিয়ে বল জালের বাইরে পাঠিয়ে দেন ইলা মণি! শেষ পর্যন্ত ৮-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ছোটনবাহিনী। উল্লেখ্য, যে কোন পর্যায়ের খেলায় এই প্রথম লেবাননের মুখোমুখি হলো বাংলাদেশ। প্রথম মোকাবেলায় বড় জয় কুড়িয়ে সেটা স্মরণীয় করে রাখলো বাংলার বাঘিনীরা। বাংলাদেশের পরের ম্যাচ আগামী শুক্রবার, প্রতিপক্ষ আরব আমিরাত। বাহরাইনের জালে ভিয়েতনামের ১৪ গোল বাইরাইনের বিরুদ্ধে গোলবন্যায় মেতে উঠেছিল ভিয়েতনাম। গুনে গুনে ১৪ গোল দেয় তারা। ফরোয়ার্ড ড্যাং থাং থাও একাই করে ডাবল হ্যাটট্রিক। হ্যাটট্রিকসহ চার গোল অধিনায়ক-ফরোয়ার্ড ভু থি হোয়ার। এছাড়া হ্যাটট্রিক করে অপর ফরোয়ার্ড এনগুয়েন থি। অপর গোলটি বদলি ফরোয়ার্ড এনগু থি হুয়েনের। ভিয়েতনামের পরের ম্যাচ আগামী শুক্রবার, প্রতিপক্ষ লেবানন। পয়েন্ট টেবিল (‘এফ’ গ্রুপ) দেশ ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট বাংলাদেশ ২ ২ ০ ০ ১৮/০ ৬ ভিয়েতনাম ২ ২ ০ ০ ১৮/০ ৬ লেবানন ৩ ২ ০ ১ ১৪/১১ ৬ আমিরাত ২ ০ ০ ২ ৩/১০ ০ বাহরাইন ২ ০ ০ ২ ০/১৮ ০
×