ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাদ্য নিরাপত্তায় কর্মশালা

প্রকাশিত: ০৬:৩০, ২০ সেপ্টেম্বর ২০১৮

খাদ্য নিরাপত্তায় কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৯ সেপ্টেম্বর ॥ খাদ্য নিরাপত্তায় সুশাসন প্রকল্পের সমাপনী বিষয়ে এক কর্মশালা বুধবার ঠাকুরগাঁও আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আখতারুজ্জান এবং বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আফতাব হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার আনিছুর রহমান, আরডিআরএস বাংলাদেশের কৃষি ও পরিবেশ ইউনিটের সিনিয়র সমন্বয়কারী মোঃ মামুনুর রশীদ, পঞ্চগড় ইউনিটের কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) হাছিনা পারভীন, সংযোগ প্রকল্পের বিজনেজ ম্যানেজার মাহফুজ আলম, কৃষি কর্মকর্তা রবিউল আলম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ফুড সিকিউরিটি গবর্নেন্স প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জিয়াউল ইসলাম । ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম শুরু নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৯ সেপ্টেম্বর ॥ রাজৈর উপজেলায় ৩শতাধিক ভিক্ষুক বাছাই ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় রাজৈর উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার সোহানা নাসরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শান্তিরঞ্জন দাস, উপ-পরিচালক (স্থানীয় সরকার) রাসেল সাবরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব মিয়া, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার ম-ল, রাজৈর প্রেসক্লাবের সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ।
×