ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৬:২৯, ২০ সেপ্টেম্বর ২০১৮

বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইলের তাঁত জুট মিল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফরিদ মিয়া ওরফে ফেন্সি ফরিদ (৩৫) নামের তালিকাভুক্ত এক শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছে। এ ঘটনায় দুই র‌্যাব-১১ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশী পিস্তল ও গুলিসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। বুধবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মোঃ আলেপ উদ্দিন জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি দল মাদক উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জের শিমরাইলের তাঁত জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ফেন্সি ফরিদ গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়। গোলাগুলির সময়ে আহত হন র‌্যাবের সৈনিক মোরসালিম ও কনস্টেবল আশরাফুল হক। পরে গুলিবিদ্ধ ফরিদকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। র‌্যাবের আহত দুই সদস্যকে সেখানে চিকিৎসা দেয়া হয়। বিরামপুরে পাঁচ জামায়াত ক্যাডার গ্রেফতার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরামপুরে নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনার বৈঠক থেকে পুলিশ ককটেল, পেট্রোলবোমা, চাপাতি, পেট্রোলসহ ৫ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে বিরামপুর উপজেলার আদর্শ কলেজ মাঠে জামায়াত-শিবির ক্যাডাররা নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই সংবাদ পেয়ে তার নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ জামায়াত-শিবির ক্যাডারদের আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।
×