ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাদশ সংসদ নির্বাচন

সিরাজদিখানে নুরুল আলমের ব্যাপক গণসংযোগ

প্রকাশিত: ০৬:২৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

সিরাজদিখানে নুরুল আলমের ব্যাপক গণসংযোগ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের প্রেসিডেন্ট ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক নুরুল আলম চৌধুরী সিরাজদিখানে ব্যাপক জনসংযোগ করেছেন। সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন ও পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুবক্কর সিদ্দিকের নিজ নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের সচিত্র লিফলেট প্রদান করেন। এ সময় ইউনিয়ন পরিষদের মুক্তিযোদ্ধারা, মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি সারা দিনব্যাপী লতব্দী ও বালুচর ইউনিয়নসমূহের বিভিন্ন বাজারে ক্রেতা, বিক্রেতা ও সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উন্নয়নশীল বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের সচিত্র লিফলেট বিরতণ করেন। নুরুল আলম চৌধুরী সকলের কাছে শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন। উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহীদ ও তাহের আলী, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ খলিল, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ দুলাল ও আরিফুল কবির, ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যুবলীগের সভাপতি কাজী উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম খান, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম ও সাবেক প্রচার সম্পাদক ইউনিয়ন যুবলীগ মাসুদ পারভেজ, ইউপি সদস্য মোতালেব শেখ ও মহিউদ্দিন মহি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জয়, পাপ্পু, সজল, অমিত, মফিজ শেখ, জীবন দাস, আতাহার তালুকদার, জাহাঙ্গীর আলম ও জাহাঙ্গীর মিয়া প্রমুখ। গফরগাঁওয়ে পথসভা নিজস্ব সংবাদদাতা গফরগাঁও, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে গণসংযোগ করলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (প্রাক্তন) রেজাউল করিম রেজা ও তার কর্মী-সমর্থকরা। বুধবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোড়ে প্রথম পথসভাটি হয়। পথসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (প্রাক্তন) রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, প্রাক্তন সৈনিক সংস্থা গফরগাঁও উপজেলা শাখার সভাপতি সোহেলুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা ফজলুল হক, ছাইফুল ইসলাম মেম্বার, আনোয়ার হোসেন ভুলু প্রমুখ। সমাবেশে বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের বর্ণনা দিয়ে এ ধারা অব্যাহত রাখেতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। পরে মেজর রেজার নেতৃত্বে বিশাল একটি গাড়িবহর নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলার যশরা, মশাখালী, রাওনা, লংগাইর, উস্থি, দত্তেরবাজার, নিগুয়ারী, টাংগাব, পাঁচবাগ ইউনিয়নে সরকারের উন্নয়ন প্রচারে গণসংযোগ করেন এবং কমপক্ষে ২০টি পথসভায় তারা বক্তব্য রাখেন। চরফ্যাশনে সম্ভাব্য প্রার্থীরা মাঠে এ আর এম মামুন, চরফ্যাশন থেকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। এ নির্বাচনকে সামনে রেখে আ’লীগ নির্বাচনী প্রচারে সরব রয়েছে, নীরবে রয়েছে বিএনপি, দল গোছাতে শুরু করেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন পেতে ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। শুরু করেছেন প্রচার ও লবিং। দলের হাইকমান্ডের আনুগত লাভের জন্য নানা কৌশল আটছেন। এখানে আগামী নির্বাচনে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি) আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী। এছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেনÑ জ্বালানি মন্ত্রণালয়ের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেজবাহ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ। বিএনপির থেকে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রামের ব্যবসায়ী লায়ন নজরুল ইসলাম চৌধুরী, হাইকোর্টের আইনজীবী এ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ, বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আঃ শহীদ মালতিয়ার ছোট ভাই মাকসুদ মালতিয়া মনোনয়ন পেতে কেন্দ্রে লবিং করছেন। জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেফায়েতুল্লা নজিব, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, দক্ষিণ আইচা থানা জাপার সাবেক আহ্বায়ক আঃ মান্নান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মাও মহিবুল্লাহ, চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন হাজী মনোনয়ন চাচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাবক এমপি এখানে আ’লীগের প্রার্থী নিশ্চিত দাবি করে চরফ্যাশন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন বলেন, ইউনিয়ন ও কেন্দ্রভিত্তিক ১ হাজার ৬শ’ কমিটির ৮৬ হাজার নেতাকর্মী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী নির্বাচনে আ’লীগ প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। প্রতিপক্ষ প্রার্থীর জামানত বাজেয়াফত হবে। নান্দাইলে মিছিল সমাবেশ সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে চলছে নৌকার পক্ষে মিছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে মিছিলের আওয়াজ ভেসে আসে। প্রতিদিন প্রায় সব ইউনিয়নে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে নৌকার পক্ষে মিছিল দিতে দেখা যায়। জানা গেছে, এই আসনটি একটি উপজেলা নিয়ে গঠিত। বর্তমান সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন। তারই অনুসারীরা গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে নিয়মিত মিছিল ও সমাবেশ করে চলেছেন। মিছিল সম্পর্কে জানতে চাইলে সাংসদ তুহিন বলেন, নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই নৌকার পক্ষে মিছিল করা হচ্ছে। অপরদিকে এই আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ মেজর জেনারেল (অব) আব্দুস সালাম সমর্থকদেরও উপজেলার বেশ কয়েকটি স্থানে মিছিল করতে দেখা গেছে। নান্দাইল আসনের অন্য মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড. আব্দুল হাই, বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কবির উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শাজাহান কবির সুমন, কেন্দ্রীয় উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান খানসহ ডজন খানেক নেতা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে নিয়মিত এলাকায় গণসংযোগ করে নৌকার সমর্থকদের চাঙ্গা রাখার চেষ্টা করে যাচ্ছেন বলে জানা গেছে।
×