ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির গাড়ির চাপায় সদস্য নিহত

প্রকাশিত: ০৬:২৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির গাড়ির চাপায় সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৯ সেপ্টেম্বর ॥ কালকিনিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির মাইক্রোবাসের চাঁপায় ওয়াহিদুর রহমান অহিদ (৪৭) নামের এক সদস্য নিহত হয়েছে। সে উপজেলার কাজীবাকাই এলাকার পূর্বমাইজপাড়া গ্রামের জোনাবালী হাওলাদারের ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুনিরুজ্জামান চৌধুরী তার বিদ্যালয়ের শত বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাসযোগে বাড়িতে আসেন। তার বাড়ি আসার খবর পেয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিনিয়র সদস্য ওয়াহিদুর রহমান তার সঙ্গে দেখা করতে আসেন ওই বিদ্যালয়ের পাশের একটি রাস্তায়। এ সময় গাড়ি থামিয়ে দুজনে কথা বলার ফাঁকে হঠাৎ করে মাইক্রোবাসটি নষ্ট হয়ে যায়। পরে মাইক্রোবাসটি পুনরায় চালু করার জন্য প্রাণপণ চেষ্টা চালান সভাপতি মুনিরুজ্জামান। একপর্যায় গাড়িটি চালু হয়। এ সময় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ওয়াহিদুর রহমানের উপর দিয়ে চাপা দিয়ে গাড়িটি পাশে পড়ে যায়। এতে করে ওয়াহিদুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ওয়াহিদুরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে ওই গাড়িটির চালিয়ে ছিলেন সভাপতি মুনিরজ্জামান নিজেই। রূপগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিক আহমেদ তুষার (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাসষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক আহমেদ তুষার উপজেলা রূপসী বাঘবাড়ি এলাকার আব্দুল হাই ভুইয়ার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ভুলতা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে আসার সময় রূপসী এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে দ্রুত গতিতে ছুটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় তৌফিক আহমেদ তুষার গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজারে রিক্সাচালক স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় সফিকুল ইসলাম (৪৫) নামে এক রিক্সাচালক নিহত হয়েছে। জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে শিমুলতলী এলাকায় মহাসড়কে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সাচালক সফিকুল ইসলাম নিহত হয়। লালমনিরহাটে আরোহী নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জুড়াবান্ধা নামকস্থানে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বুধবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল মজিদ (৪২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। জানা গেছে, কুড়িগ্রামগামী যাত্রীবাহী একটি বাস জুড়াবান্ধা নামকস্থানে পৌঁছালে বাইসাইকেল আরোহী আব্দুল মজিদকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
×