ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গাপূজাকে কেন্দ্র করে কঠোর নজরদারি

প্রকাশিত: ০৬:২৩, ২০ সেপ্টেম্বর ২০১৮

দুর্গাপূজাকে কেন্দ্র করে কঠোর নজরদারি

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোন অপতৎপরতা সৃষ্টির চেষ্টা প্রতিরোধে সারাদেশ কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন। তিনি বলেন, রাজনৈতিক বা বিচারিক বিষয়কে ইস্যু বানিয়ে কেউ যাতে কোন অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বুধবার সচিবালয়ে শারদীয় দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সচিব এ কথা বলেন। আগামী ১৫ অক্টোবর দুর্গাপূজা শুরু হবে। ১৯ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। দেশে ৩০ হাজারের বেশি ও রাজধানীতে ২৩৩টি পূজা ম-প তৈরি হবে জানিয়ে সচিব বলেন, মন্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। আরও একবছর পররাষ্ট্র সচিব থাকবেন শহীদুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ শহীদুল হকের অবসরোত্তর ছুটি বাতিল করে একই পদে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের কথা জানিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। আগামী ৩০ ডিসেম্বর পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে। চুক্তিতে মেয়াদ বৃদ্ধির আদেশ ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। তাকে নিয়ে জনপ্রশাসনে এখন জ্যেষ্ঠ সচিব ছয় জন। ২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান শহীদুল হক। ওই বছরের ১৯ জুলাই সচিব পদে পদোন্নতি পান তিনি। এবছরের ৩০ জুলাই তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়। -বিডিনিউজ
×