ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জীবন বীমা সম্ভাবনাময় একটি খাত ॥ রুবিনা হামিদ

প্রকাশিত: ০৬:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

জীবন বীমা সম্ভাবনাময় একটি খাত ॥ রুবিনা হামিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জীবন বীমা একটি সম্ভাবনাময় সেবামূলক খাত বলে মন্তব্য করেছেন সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারপার্সন প্রফেসর রুবিনা হামিদ। এ লক্ষ্যে জীবন বীমা সুবিধা দ্রুত ও স্বচ্ছভাবে বীমা গ্রাহকগণের হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে সানলাইফ ইন্স্যুরেন্স কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। বুধবার রাজধানীতে ট্রাস্ট মিলনায়তনে সানলাইফ ইন্স্যুরেন্সের ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন। প্রফেসর রুবিনা হামিদ শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলেন, আধুনিক যুগোপযোগী কম্পিউটার সফটওয়্যার স্থাপনের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সানলাইফ ইতোমধ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অনুযায়ী যথাযথ ট্রেনিংয়ের মাধ্যমে একটি দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, ২০১৭ সালে আমরা পলিসি হোল্ডারগণকে মৃত্যু দাবি, মেয়াদউত্তীর্ণ দাবি, প্রত্যাশিত সুবিধা ও সমর্পণ মূল্য বাবদ ৭৫ কোটি টাকা পরিশোধ করেছি। এবং মোট প্রিমিয়ার অর্জিত হয়েছে ১০৮.৪৬ কোটি টাকা। যাতে কোম্পানির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩০৩.৬০ কোটি টাকায়। এজিএমে কোম্পানিটির পর্ষদের ঘোষিত ২ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এ ছাড়া এজিএমে আরও চারটি আলোচ্যসূচী (এজেন্ডা) অনুমোদিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম, পরিচালক কাজী আক্তার হামিদ, শায়লা ফেরদৌস, মফিজুর রহমান, রাহাত মালেকসহ আরও অনেকে।
×