ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রত্যয় কস্তা

সহযোগিতা সহমর্মিতা

প্রকাশিত: ০৬:০৩, ২০ সেপ্টেম্বর ২০১৮

সহযোগিতা সহমর্মিতা

দৈনন্দিন জীবনে চলার পথে মানুষ দুটি বিষয়কে খুব ভালভাবে অনুভূত করে থাকে। একটি হচ্ছে প্রেম বা ভালবাসা এবং অর্থ। মানুষ তার মনে সর্বদা এক প্রেম সমুদ্রের ঢেউ তৈরি করে। বিভিন্ন মানুষের সঙ্গে প্রেমের বা ভালবাসার এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। এ প্রেমই মানব মনকে প্রশান্তি দেয়। মানুষে অন্তর ও মন সুন্দর ও প্রফুল্ল রাখার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় প্রেম বা ভালবাসার। এরপরই প্রয়োজন পড়ে জীবন ধারণের জন্য অর্থোপার্জন। যার বিনিময়ে সে সমাজে নিজের চাহিদা পূরণ এবং একটি পদমর্যাদার প্রতিষ্ঠা করে। কিন্তু সমাজে পদমর্যাদা প্রতিষ্ঠার জন্য শুধু অর্থের পেছনে ঘুরলে মনুষ্যত্ববোধ মৃত হয়ে পড়ে। বর্তমানে দেশের দেশিরভাগ ধনী ব্যক্তি শুধু নিজেদের পদমর্যাদা বাড়ানোর জন্যই সততাকে ও শিক্ষাকে বিকিয়ে দিচ্ছে। যেমন : ব্যাংক ডাকাতির ঘটনায় ডাকাত দল এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ। তবে তাদের মনে যদি অন্যদের জন্য সাহায্য করার তিল পরিমাণ ইচ্ছা থাকে তাহলে সমাজে মনুষ্যত্ববোধ বেঁচে থাকবে। তাছাড়া, প্রত্যেক মানুষ অন্তরে প্রশান্তি পায় একটি ভাল কাজের মধ্য দিয়ে। যে অল্প সংখ্যক ধনী ব্যক্তি অন্যের পাশে দাঁড়িয়ে সাহায্য করে যাচ্ছেন তাদের এ সাহায্য বাংলাদেশকে একটি ইতিবাচক রূপ দিয়েছে। তাহলে দেশের সব শ্রেণীর ধনী ব্যক্তি একত্রিত হয়ে অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলে অবশ্যই এদেশ একদিন উন্নত দেশ হিসেবে রূপ নিতে পারবে। তখন বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখবে এবং বলবে, সাবাস! সাবাস! বাংলাদেশ। নটের ডেম কলেজ, ঢাকা থেকে
×