ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাবিব-উন-নবী পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

হাবিব-উন-নবী পাঁচ দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিম দক্ষিণের এসআই আব্দুল করিম বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এএইচ এম তোয়াহা এই রিমান্ডের আদেশ দেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে সোহেলকে আটক করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, গত ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বকশিবাজাররের আদালতে হাজিরা শেষে ফেরার সময় তার গাড়ি শাহবাগ থানাধীন কদমফুল ক্রসিংয়ে পৌঁছামাত্র বিএনপির নেতাকর্র্মীরা যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ বাধা দিলে ইট-পাটকেল ছুড়ে এবং যানবহন ভাংচুর করে। ওই সময় আসামি সোহেল এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আসামিদের নিয়ে পুলিশের প্রিজনভ্যানে থাকা আসামি ওবাইদুল হক নাসির ও করিম সরকারকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়। এ আসামি নিজে উপস্থিত থেকে এ ঘটনা ঘটিয়েছেন বলেও রিমান্ড আবেদনে বলা হয়।
×