ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী কোটা বহাল রাখতে সংসদীয় কমিটির সুপারিশ

প্রকাশিত: ০৫:৫৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

প্রতিবন্ধী কোটা বহাল রাখতে সংসদীয় কমিটির সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ সরকারী চাকরিতে প্রবেশে প্রতিবন্ধীদের এক শতাংশ কোটা বহাল রাখার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রতিবন্ধী আইনে দেয়া সুবিধার প্রতিফলন ঘটাতে ওই কোটা সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, মনোরঞ্জন শীল গোপাল, মোঃ হাবিবে মিল্লাত, শেখ হাফিজুর রহমান, আব্দুল মতিন, লুৎফা তাহের ও সৈয়দা সায়রা মহসীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারী চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে (৯ম ও ১০ম গ্রেড) কোনও ধরনের কোটা না রেখে মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করতে সরকার গঠিত কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার একদিনের মাথায় সংসদীয় কমিটি ওই সুপারিশ করেছে। এর আগে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা তুলে দেয়ার ঘোষণা দেন। বৈঠক শেষে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন সাংবদিকদের বলেন, আইনে প্রতিবন্ধীদের সুরক্ষায় চাকরিতে বিশেষ সুবিধা দেয়ার কথা রয়েছে। আইন সংশোধন না করে কোটা বাতিল করা যাবে না। প্রতিবন্ধী সুরক্ষা আইন সংশোধন না করে কোটা বাতিল করলে আইনের সঙ্গে সংঘাতপূর্ণ হবে।
×