ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেদ ঝরাবে জুতা

প্রকাশিত: ০৫:৫০, ২০ সেপ্টেম্বর ২০১৮

মেদ ঝরাবে জুতা

শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে যারা জিমে গিয়ে নিয়মিত কসরত করেন অথবা খাওয়া বাদ দিয়ে অসুস্থ হয়ে যান- তাদের জন্য সুখবর। এখন মেদ ঝরাতে আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে না। স্রেফ একজোড়া জুতা পায়ে দিয়ে রাস্তায় হাঁটলেই শরীরের মেদ উল্লেখযোগ্য হারে কমে যাবে। জাপানের একদল বিজ্ঞানী দীর্ঘদিন গবেষণা করে এই জুতা আবিষ্কার করেছেন। এই জুতার নাম মাস্কেল ট্রেনার। খবরে বলা হয়েছে, একজোড়া সাধারণ জুতা পরে রাস্তায় হাঁটলে যেখানে শরীরের ৭৫ থেকে দেড় শ’ ক্যালোরি খরচ হয় সেখানে একই সময়ে মাস্কেল ট্রেনার জুতা পরে হাঁটলে খরচ হবে ৩শ’ ক্যালোরি। এখন প্রশ্ন আসতে পারে- এই জুতার মধ্যে কী জাদু আছে যা পরলে দ্রুত ক্যালোরি ঝরে যায়? খবরে বলা হয়েছে, একজোড়া সাধারণ জুতার ওজন যেখানে ২শ’ থেকে ৪শ’ গ্রাম হয়। সেখানে মাস্কেল ট্রেনার জুতার ওজন ১২শ’ গ্রাম। কয়েক হাজার ছোট ছোট লোহার বল জুতার মধ্যে বসিয়ে এই জুতা তৈরি করা হয়েছে। এই জুতার ওজন বেশি হলেও লোকজন তা পরে রাস্তায় স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবে বলে গবেষকরা দাবি করছেন। টোকিওর গাকুজি ও ওসাকার ওয়াকো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলে এই জুতা তৈরি করেছেন। মেদ কমার পাশাপাশি এই জুতা মানুষের পায়ের নানা রোগ, ডায়াবেটিস ও হাইপারটেনশন কমাতে সহায়তা করবে। অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
×