ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিয়া চ্যারিটেবল মামলা

খালেদার উপস্থিতি ছাড়াই বিচার চলার বিষয়ে আজ আদেশ

প্রকাশিত: ০৫:৪৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

খালেদার উপস্থিতি ছাড়াই বিচার চলার বিষয়ে আজ আদেশ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলবে কিনা, সে বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবে আদালত। এদিকে রাজধানীর পল্টন ও আদাবর থানায় দায়ের করা মোট আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ ৭ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমের জামিন নিয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলবে কিনা, সে বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবে আদালত। ১৩ সেপ্টেম্বর রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ঢাকার অস্থায়ী ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোঃ আখতারুজ্জামান এদিন ঠিক করেন। ওইদিন খালেদা জিয়াকে আদালতে হাজির করতে না পারায় দুদকের আইনজীবী ফৌজদারি আইনের ৫৪০ ‘এ’ ধারায় আসামির অনুপস্থিতিতেই আদালতের কার্যক্রম চালিয়ে যাওয়ার আর্জি জানালে বিচারক শুনানি শেষে আদেশের এই দিন ঠিক করে দেন। তরিকুল-খন্দকার মাহবুবসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন ॥ রাজধানীর পল্টন ও আদাবর থানায় দায়ের করা মোট আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ ৭ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আলোকচিত্রী শহিদুলের জামিন শুনানি আগামী সপ্তাহে ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমের জামিন নিয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে।
×