ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ অপর ম্যাচে মুখোমুখি ভিয়েতনাম-বাহরাইন

লেবাননকে হারিয়ে শীর্ষে উঠতে চায় মারিয়ারা

প্রকাশিত: ০৭:০১, ১৯ সেপ্টেম্বর ২০১৮

লেবাননকে হারিয়ে শীর্ষে উঠতে চায় মারিয়ারা

রুমেল খান ॥ কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে হলে পেরুতে হবে চারটি ধাপ। ইতোমধ্যেই প্রথম ধাপটি খুব ভালভাবেই টপকানো গেছে। আজ পালা দ্বিতীয় ধাপটি পেরুনোর। সেই ধাপটির নাম লেবানন। এএফসি অ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ‘এফ’ গ্রুপের বাছাইপর্বে আজ স্বাগতিক বাংলাদেশ দল আজ লেবানন-বধ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে আত্মবিশ্বাসী। কমলাপুরের শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে বিকেল সাড়ে ৩টায় ভিয়েতনাম মুখোমুখি হবে বাহরাইনের। ২ ম্যাচের প্রতিটিতেই জিতে লেবানন আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের পয়েন্ট ৬। ১ ম্যাচে ৩ পয়েন্ট বাংলাদেশ এবং ভিয়েতনামের। তবে গোল গড়ে এগিয়ে থাকায় বাংলাদেশই আছে দুইয়ে, আর ভিয়েতনাম তিনে। লেবানন তাদের প্রথম ম্যাচে ৮-০ গোলে হারিয়ে দেয় বাহরাইনকে। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় ৬-৩ গোলে। আর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়ে শুভসূচনা করে। বাহরাইনের চেয়ে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ লেবানন। তাদের নিয়ে কি ভাবছেন বাংলাদেশ দলের দ্রোণাচার্য গোলাম রব্বানী ছোটন? ‘লেবানন ভাল দল। প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী। তবে আমরাও এই ম্যাচ জিততে চাই। আমি মনে করি এই ম্যাচ জিততে পারলে সবচেয়ে বড় বাধা অতিক্রম করা হবে। তারা গ্রুপপর্বে দুটি ম্যাচ জিতেছে এবং সেটা ভাল ব্যবধানেই। সেই সঙ্গে তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষেও। আর আমরা যদি জিততে পারি তাহলে অবশ্যই ভাল একটা পজিশনে চলে যাব।’ শুধু নিজেদের খেলা নিয়েই নয়, ছোটন ভাবছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নিয়েও, ‘লেবাননের জাহরা আসাফ নামে এক খেলোয়াড় আছে। তার খেলা দেখেছি। দূরপাল্লার শটে সে ভয়ঙ্কর। তাকে আমরা নজরে রাখব। তবে একজনকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। এটা ঠিক তার পায়ে লম্বা শট আছে। তার শট নেয়ার প্রবণতাও আছে। তাকে নিয়ে অবশ্যই আলাদা পরিকল্পনা আছে। তবে স্পেশালি তাকে কেউ মার্ক করবে না। জোনাল মার্কিং করা হবে। যার সামনে যাবে সেই মার্ক করবে। তবে শুধু যে ওদের ১৮ নম্বর জার্সিধারীই ভাল তা কিন্তু নয়, ওদের ৯ এবং ১১ নম্বরও বেশ ভাল। শারীরিকভাবে ওরা শক্তিশালী।’ সকালে খেলা। তাই ওই সময়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই মঙ্গলবার সকালেই বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে মেয়েদের অনুশীলন করান ছোটন। লেবনানকে হারাতে কতটা আত্মবিশ্বাসী ছোটন? ‘ওদের হারানোর ব্যাপারে আমি অবশ্যই আত্মবিশ্বাসী। সবচেয়ে বড় কথাÑ ম্যাচটি আমাদের জিততেই হবে। আমরা জয়ের জন্যই খেলব।’ ছোটন আরও জানান, তার একাদশে দু’একটি পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ফরোয়ার্ড লাইনে। বাহরাইনের বিপক্ষে জোড়া গোল করে ফরোয়ার্ড আনুচিং মগিনি। ম্যাচে তাকে হ্যাটট্রিক করার সুযোগ না দিয়ে ওঠিয়ে নেয়ার কারণ ব্যাখ্যা করেন ছোটন, ‘এটা খেলারই অংশ। আসলে আনুচিং দুই গোল করেছে ঠিকই। কিন্তু সার্বিকভাবে সে খাপ খাইয়ে নিতে পারেনি। তাই আমি তাকে ওঠিয়ে সাজেদাকে নামিয়েছিলাম। এরপর আমরা কিন্তু গোলও পেয়েছি।’ এদিকে লেবানন কোচ হ্যাগপ দেমির জিয়ান বলেন, ‘বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। আমরা বাহরাইনের বিপক্ষে তাদের খেলা দেখেছি। তারা খুবই শক্তিশালী দল। সব পজিশনেই তারা সেরা। জিততে হলে আগের দুই ম্যাচের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে আমাদের।’ উল্লেখ্য, যে কোন পর্যায়ের খেলায় এই প্রথম লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন দেখার বিষয়, আজকের ম্যাচে প্রথম মোকাবেলাটা জিতে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে সেটা স্মরণীয় করে রাখতে পারে কি না বাংলার বাঘিনীরা।
×