ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিক নদী হত্যার ৩ আসামির বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮

সাংবাদিক নদী হত্যার ৩ আসামির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৮ সেপ্টেম্বর ॥ সাংবাদিক নদী হত্যা মামলার ৩ আসামি সাবেক স্বামীসহ শ^শুর-শাশুড়ির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৫১ লাখ ৪৭ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ ও আয়ের বিবরণী দাখিল না করায় দুদক তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক ৩টি মামলা দায়ের করেছে। মামলার বিবরণে প্রকাশ, দুদক পাবনা অফিস সাংবাদিক নদী হত্যা মামলার ৩ আসামির বিরুদ্ধে তদন্তে নামে। তদন্তে দুদক ইড্রাল ওষধ কোম্পানি ও শিমলা ডায়াগনস্টিক সেন্টার মালিক নদী হত্যা মামলার আসামি আবুল হোসেন ১৯৭৭ সাল থেকে বর্তমান পর্যন্ত নিজ নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলে ৪০ কোটি ৬৬ লাখ ১শ’ টাকার সম্পদের হদিস পায়। এর মধ্যে তার জ্ঞাত আয় বহির্ভূত ৮ কোটি ১ লাখ ৯১ হাজার ৮’শ ২৯ টাকা। গাজীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কর্মীর মৃত্যু ॥ তিনজন সাসপেন্ড স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে মঙ্গলবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মী নিহত হয়েছে। তার নাম মার্শাল হিরো টিটু (৩৫)। সে ফরিদপুরের মধুখালী থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে। নিহত টিটু গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর আওতাধীন কোনাবাড়ি জোনাল অফিসের লাইনম্যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সমিতির তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃতরা হলেন-পল্লী বিদ্যুত সমিতির সহকারী জুনিয়র প্রকৌশলী মোঃ ওয়াহিদুল ইসলাম ও মোঃ নুরুজ্জামান এবং গ্রীড-১-এর লাইনম্যান মোঃ তাজউদ্দীন।
×