ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উন্নয়ন দেখেই মানুষ নৌকায় ভোট দেবে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮

উন্নয়ন দেখেই মানুষ নৌকায় ভোট দেবে ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৮ সেপ্টেম্বর ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। গত ১০ বছরে সরকারের নেয়া বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপের কারণে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে দেশের। এই সময়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে। সমুদ্র বিজয় এসেছে। বাংলাদেশের স্যাটেলাইট মহাকাশে পৌঁছেছে। ব্যাপকহারে কর্মসংস্থান হয়েছে। শিক্ষার হার বেড়েছে। দারিদ্র্যের হার নি¤œ পর্যায়ে এসেছে। এসব উন্নয়ন দেখেই আগামী নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আনবে। মঙ্গলবার দুপুরে রুহিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন, সফলতা ও ভবিষ্যত পরিকল্পনা প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা নুরুল হুদা মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, ইউসুফ আলী চৌধুরী সেলিম, আইকে শাহীন, এ্যাডভোকেট এনামুল হক, শাহজাহান ভুইয়া, আলতাফ হোসেন বিল্পব, ফজলুর রহমান, শাহাদাৎ হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ। চট্টগ্রাম কলেজে কমিটি নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার চট্টগ্রাম সরকারী কলেজে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পদবঞ্চিতরা তাদের সমর্থক নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। বহিরাগত সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়েছে অভিযোগ ছাত্রলীগের একাংশের। বিবদমান দুপক্ষের মারামারিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এর আগে সোমবার রাতে মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদনের পরই অসন্তোষ দেখা দেয় পদবঞ্চিত নেতাদের মধ্যে। প্রায় তিনযুগ পর কলেজটিতে ছাত্রলীগের কমিটি করা হয়। এর আগে চট্টগ্রাম সরকারী কলেজ ছাত্র শিবিরের দুর্গ হিসেবে পরিচিত ছিল। মঙ্গলবার সকালে বিক্ষোভ শুরু করে পদবঞ্চিত অংশের নেতা ও সমর্থকরা। তারা কলেজ এলাকায় ইট পাটকেল ছুড়ে এবং টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে। তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। দুপক্ষের সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা যায়।
×