ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদককে শিক্ষার্থীদের না

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০১৮

মাদককে শিক্ষার্থীদের না

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ সেপ্টেম্বর ॥ মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মঙ্গলবার জেলার দেবিদ্বার উপজেলার গঙ্গাম-ল রাজ ইনস্টিটিউশন এবং বুড়িচং উপজেলার কংসনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উভয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। পৃথক দুটি সমাবেশে ১৩ শতাধিক শিক্ষার্থী মাদককে ‘না’ বলে শপথ গ্রহণ করেছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে গঙ্গাম-ল রাজ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক মোঃ মানজুরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মজিদ প্রমুখ। জঙ্গীবাদবিরোধী সমাবেশ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৮ সেপ্টেম্বর ॥ কচুয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বাল্যবিয়ে, জঙ্গীবাদ, যৌন হয়রানি, যৌতুক ও মাদকের বিরুদ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাব ও স্কাউটে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারি, প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারি, বিল্লাল হোসেন প্রমুখ।
×