ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুয়েটকে সমৃদ্ধিশালী বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই লক্ষ্য ॥ উপ-উপাচার্য

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০১৮

কুয়েটকে সমৃদ্ধিশালী বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই লক্ষ্য ॥ উপ-উপাচার্য

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ বজলার রহমান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া ও রেজিস্ট্রার জি এম শহিদুল আলম উপস্থিত ছিলেন। কুয়েট ভাইস-চ্যান্সেলর বলেন, ‘আমাদের লক্ষ্য, এই বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধিশালী, গবেষণাধর্মী ও উদ্ভাবনীময় বিশ^মানের বিশ^বিদ্যালয়ে পরিণত করা। এজন্য আগামী দশ বছরের মধ্যে এ বিশ^বিদ্যালয়কে ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে একটি উচ্চ অবস্থানে নিয়ে আসা। এছাড়া বিশে^র বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করাসহ দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা সম্পর্ক বৃদ্ধি করা। এজন্য প্রয়োজন আরও আধুনিক অবকাঠামো, দক্ষ জনবল, বিশ্বমানের গবেষণাগার।
×