ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ বছরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে চার গুণ

প্রকাশিত: ০৬:২২, ১৯ সেপ্টেম্বর ২০১৮

১০ বছরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে চার গুণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে গত ১০ বছরে রেমিটেন্স প্রবাহ ৩.৫৬ গুণ বৃদ্ধি পেয়েছে। যা বাংলাদেশের উন্নত দেশে উন্নীত হওয়ার পথে অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশ ব্যাংকের (বিবি) তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশীরা ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত দেশে পাঠিয়েছে ১ লাখ ৩১ হাজার ৮৫৯.০৪ মিলিয়ন ডলার। এই অর্থ পূর্ববর্তী ১০ বছরের চেয়ে ৯৪,৮২২.৮৬ মিলিয়ন ডলার বেশি। অনাবাসিক বাংলাদেশিরা (এনআরবি) ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে ২০০৭-০৮ অর্থবছর পর্যন্ত পাঠিয়েছে প্রায় ৩৭০০০.১৮ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নানা পদক্ষেপের কারণে এই রেমিটেন্স প্রবাহে গত দুই বছরে উর্ধমুখী। বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বিদেশে বাংলাদেশী অভিবাসীর সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশে অর্থ প্রেরণের প্রক্রিয়া সহজতর হয়েছে এবং বর্তমানে দেশে রেমিটেন্স পাঠাতে বাংলাদেশী প্রবাসীরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সুবিধাও পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারী তথ্য অনুযায়ী, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দু’মাসে অভিবাসী শ্রমিকরা ২৭২৯.২৩ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।
×