ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে মোবাইল এ্যাপে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

প্রকাশিত: ০৬:১৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮

ডিএসইতে মোবাইল এ্যাপে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিজের পোর্টফোলিও’র সব ধরনের খবর পাওয়ার কারণে মোবাইল এ্যাপে ঝুঁকছেন সাধারণ বিনিয়োগকারীরা। যার জের ধরে দ্রুত বাড়ছে ডিএসই মোবাইল এ্যাপের গ্রাহক সংখ্যা। বর্তমানে এর গ্রাহক সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। ডিএসই সূত্রে বিষয়টি জানা গেছে। সাধারণ বিনিয়োগকারীরা জানান, এটি ব্যবহার করে তারা বেশ উপকৃত হচ্ছেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোন জায়গা থেকে নিজেই লেনদেন করা যায়। মোবাইল এ্যাপ চালু হওয়ার আগে অনেক পোর্টফোলিও দেখার জন্য বিনিয়োগকারীদের ব্র্রোকারেজ হাউসে যেতে হতো। এখন যারা মোবইল এ্যাপ ব্যবহার করছেন তারা যে কোন স্থান থেকেই নিজেদের পোর্টফোলিও দেখতে পারেন। মোবাইল এ্যাপে লেনদেন করা ছাড়াও ডিএসই মোবাইল কর্নারে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য রয়েছে। মূলত গত বছরের শুরুর দিকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় মোবাইল এ্যাপস। যার ফলে ২০১৭ এর প্রথম চারমাসে গ্রাহক সংখ্যা বাড়ে প্রায় ৭ হাজার। ওই বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মোবাইল এ্যাপের মাধ্যমে লেনদেন করে এমন রেজিস্ট্রার্ড গ্রাহকের সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ৯৭৬ জনে। পরের আট মাসে যা প্রায় দ্বিগুণ হয়ে গ্রাহক সংখ্যা হয় ২৩ হাজার ৮৬১ জন। আর চলতি বছরের প্রথম সাত মাসে এ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৮ হাজারের বেশি। পরের দেড়মাসে এর সংখ্যা বেড়েছে তিন হাজারের বেশি। বিষয়টি নিয়ে কথা বললে বাজার সংশ্লিষ্টরা বলেন, এই প্রক্রিয়ায় লেনদেন করা তুলনামূলকভাবে সহজ। এতে সময়ও বাঁচে। যে কারণে দিন দিন এটি ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকলে। এটি ব্যবহারের ফলে বিনিয়োযোগকারীরা বেশ উপকৃত হচ্ছেন। এর মাধ্যমে গ্রাহক নিজেই লেনদেন করতে পারে। পাশাপাশি যে কোন আর্থিক তথ্য দ্রুত তাদের কাছে পৌঁছে যায়। তাছাড়া দ্রুত ম্যানেজমেন্ট নোটিফিকেশন প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীরা পোর্টফোলিও সম্পাদন এবং যে কোন স্থান থেকে লেনদেনে অংশগ্রহণ করে তা সম্পন্ন করতে পারছেন। বিষয়টি নিয়ে আলাপ করলে ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান বলেন, বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করেই ডিএসইতে মোবাইল এ্যাপ চালু হয়েছিল। বিষয়টিতে আমরা দারুণ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। ইতোমধ্যেই আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। তিনি বলেন, এখন ডিজিটাল যুগ। পৃথিবীর সব দেশের পুঁজিবাজারই এখন ডিজিটাল। তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের পিছিয়ে থাকার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। নিজের পোর্টফোলিও দেখা ছাড়াও ডিএসই- মোবাইল ফেসবুক পেজে এর মাধ্যমে ব্যবহারকারীরা এটি সম্পর্কে অন্য সকল তথ্য জানতে পারেন। সে কারণেই মূলত এই ধরনের এ্যাপের প্রতি সবার আগ্রহ বেশি। জানতে চাইলে মোঃ আলিফুল ইসলাম নামে এক বিনিয়োগকারী বলেন, মোবাইল এ্যাপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিজের পোর্টফোলিও দেখতে কষ্ট করে আর হাউসে আসতে হয় না। ঘরে বসে বসেই আপটেড জানতে পারি। করতে পারি নিজের ইচ্ছেমতো লেনদেন।
×