ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাক প্রধানমন্ত্রীর গাড়ি নিলাম ॥ সাড়া মেলেনি

প্রকাশিত: ০৬:১৬, ১৯ সেপ্টেম্বর ২০১৮

পাক প্রধানমন্ত্রীর গাড়ি নিলাম ॥ সাড়া মেলেনি

খরচ কমাতে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রীর গাড়িবহরের অধিকাংশ গাড়ি বিক্রি করে দেয়ার ঘোষণা দিয়ে সেগুলো নিলামে তুললেও কাক্সিক্ষত সাড়া পাননি। সোমবারের প্রধানমন্ত্রীর বাসভবনের লনে এই নিলাম অনুষ্ঠিত হয়। খবর বিবিসি। নিলাম নিয়ে ব্যাপক প্রচার চালানো হলেও বিক্রি আশানুরূপ ছিল না। বরং নিলাম কখনও কখনও ক্রেতাদের হাসির খোরাক হয়েছে। নিলাম থেকে সরকার অন্তত এক কোটি ৬০ লাখ ডলার আয়ের আশা করলেও গাড়ি বিক্রি থেকে কোষাগারে মাত্র ৬ লাখ ডলার ঢুকেছে। ‘কৃচ্ছ্রর পথে’ নিলামে অংশ নেয়া ক্রেতাদের চোখ ছিল বুলেট-প্রুফ জিপ ও হেলিকপ্টারে। নিলামে ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল বিক্রির তালিকায় থাকা চারটি সরকারী হেলিকপ্টার নিয়ে। কিন্তু পরে এ হেলিকপ্টারগুলোর নিলাম চলতি মাসের শেষের দিকে হবে বলে ঘোষণা দেয়া হয়। বিক্রির জন্য রাখা শতাধিক গাড়ির অর্ধেকেরও বেশিকে ‘বিলাসবহুল’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত মাত্র ৬২টি গাড়ি নিয়ে নিলামের হাতুড়ি ঠোকাঠুকি হয়। এর মধ্যে আগ্রহের চূড়ায় ছিল ২০১৬ সালে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের আমলে কেনা দুটি মার্সিডিজ মায়বাস এস-৬০০।
×