ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সব গোপন তথ্য ফাঁস

ট্রাম্পকে নিয়ে এবার বই লিখলেন স্টর্মি ড্যানিয়েল

প্রকাশিত: ০৬:১৬, ১৯ সেপ্টেম্বর ২০১৮

ট্রাম্পকে নিয়ে এবার বই লিখলেন স্টর্মি ড্যানিয়েল

ট্রাম্পের সব গোপন তথ্য ফাঁস করে দিয়ে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েল একটি বই লিখেছেন। ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিস্তারিত তিনি বইটিতে তুলে ধরেছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের যোগ্য কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্টর্মি। তিনি আরও বলেছেন যে, ট্রাম্প তার রিয়ালিটি শোতে (প্রেসিডেন্ট হওয়ার আগে) তার সঙ্গে প্রতারণা করেছিলেন। গার্ডিয়ান। স্টর্মি তার বইতে লিখেছেন, ট্রাম্প ২০১৬ সালে রিপাবলিকান প্রাইমারি প্রতিযোগিতায় জয়লাভের পরও তিনি আদৌ দলের নমিনেশন পাবেন কী না তা নিয়ে সন্দিহান ছিলেন। স্টর্মি একবার বলেছিলেন, এটি কখনই ঘটবে না, ট্রাম্পের আসলে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই। কিন্তু ট্রাম্প শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর স্টর্মির নিজের সম্পর্কে মনে হল যে তিনি সম্ভবত এখন এক বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন। ট্রাম্পের সঙ্গে তিনি অনেক আগে দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন। পারস্পরিক সম্মতির ভিত্তিতে ২০০৬ সালে সেটি ঘটেছিল। ওই সময় ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া সদ্য ছেলে ব্যারনকে জন্ম দিয়েছিলেন। তাকে কয়েক বছর আগে একবার হুমকি দেয়া হয়েছিল তিনি যেন ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রকাশ না করেন। তিনি দাবি করেছেন তার মুখ বন্ধ রাখার জন্য নির্বাচনের আগে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়া হয়। এ বিষয়ে আগেও তিনি মুখ খুলেছিলেন। বইটিতে তিনি উল্লেখ করেছেন, ক্যালিফোর্নিয়ার লেক টাহোয় টুর্নামেন্ট চলাকালে তাকে ওই অর্থ পরিশোধ করা হয়। বইটিতে তিনি ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কের অনেক বিস্তারিত তথ্য দিয়েছেন। স্টমি বলেন, ট্রাম্প যেন তাকে রিয়ালিটি শোতে কাজ করার সুযোগ দেন সেজন্য তিনি প্রায় এক বছর ট্রাম্পের টেলিফোন কল নিয়মিত রিসিভ করেছেন। কিন্তু ট্রাম্প শেষ পর্যন্ত তার সঙ্গে প্রতারণা করেন। দীর্ঘদিন পর স্টর্মি যখন ট্রাম্পকে টেলিভিশনে দেখেন তখন তিনি একাকী স্বগতোক্তি করেন যে এই ব্যক্তির সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল। ট্রাম্প অবশ্য স্টর্মির সঙ্গে কোন রকম সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তবে তিনি তার আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। অতি সম্প্রতি ওয়াটারগেট কেলেঙ্কারিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড ‘ফিয়ার’ নামে একটি বই লিখেছেন। বইটিতে তিনি খুবই নেতিবাচকভাবে ট্রাম্পের চিত্র আঁকেন। এই বইয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই হোয়াইট হাউসকে এখন স্টর্মির লেখা বইয়ের ধকল পোহাতে হবে।
×