ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেতার খেয়ালে বেঙ্গল পরম্পরার সুরেলা সন্ধ্যা

প্রকাশিত: ০৬:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৮

সেতার খেয়ালে বেঙ্গল পরম্পরার সুরেলা সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ নবীন শিল্পীদের শাস্ত্রীয় সঙ্গীতর আসর ‘সুনাদ’। ইতোমধ্যেই সুররসিকরা জেনে গেছেন মনোমুগ্ধকর আয়োজনটির কথা। বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থী শিল্পী উচ্চাঙ্গসঙ্গীতে তাদের উৎকর্ষতার প্রমাণ দিয়েছেন আয়োজনের প্রথম সন্ধ্যায়তেই। দুই দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় ও সমাপনী সন্ধ্যায় নবীন ও প্রতিভাবান শিক্ষার্থীরা মুগ্ধতা ছড়িয়েছেন এসরাজ, সেতারের অনবদ্য বাদনে। ছিল কণ্ঠে আশ্রিত খেয়ালের পরিবেশনা। সব মিলিয়ে সুরময় আরেকটি সঙ্গীতসন্ধ্যা উপভোগ করলেন শ্রোতা-দর্শক। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে ছিল শ্রোতা-দর্শকে পূর্ণ। সন্ধ্যা ৭টায় শুরু হয় বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসঙ্গীতের আসর ‘সুনাদ’র দ্বিতীয় দিনের আয়োজন। মঞ্চে সেতার পরিবেশনা নিয়ে আসেন সঙ্গীতালয়ের শিক্ষার্থী প্রসেনজিৎ ম-ল, জ্যোতি ব্যানার্জী, জাহাঙ্গীর আলম শ্রাবণ, মোহাম্মদ কাওসার, সোহিনী মজুমদার, সামিন ইয়াসার ইফতি এবং সুব্রত বিশ্বাস। তারা সেতারে রাগ বেহাগ পরিবেশনা দিয়ে সুরে সুরে আন্দোলিত করেন সবাইকে। তাদের সঙ্গে তবলায় ছিলেন সঙ্গীতালয়ের শিক্ষার্থী প্রশান্ত ভৌমিক এবং সুপান্থ মজুমদার। এরপর মঞ্চে আসেন সঙ্গীতালয়ের শিক্ষার্থী কানিজ হুসনা আহম্মাদীর। তিনি কণ্ঠসঙ্গীতে খেয়ালে রাগ মুলতানী পরিবেশন করেন। কানিজ হুসনার সঙ্গে তবলায় সঙ্গত করেন শিক্ষার্থী প্রশান্ত ভৌমিক ও হারমোনিয়ামে আলমগীর পারভেজ সুমন। ধ্রুপদ রাগ ছায়ানট পরিবেশন করেন অভিজিৎ কু- এবং টিংকু শীল। তাদের সঙ্গে পাখোয়াজে ছিলেন আলমগীর পারভেজ সুমন ও তানপুরায় জ্যাতিশ্রী রায় ও ধ্রুব সরকার। সুনাদের প্রথম আয়োজনের শেষদিনে সর্বশেষে ছিল দলীয় ও একক এসরাজ বাদন। সৈয়দা রায়হান, রায়হানুল আমিন, রনজিত রায়, শুক্লা হালদার, ইসমাত আরা রুচি, শৌণক দেবনাথ ঋক, সৌমিত রায়, গৌরাঙ্গ কৃষ্ণ দাস। তারা এসরাজে রাগ ইমন পরিবেশন করেন। একক এসরাজ পরিবেশন করেন দেবাশীষ হালদার। এই পর্বে তবলায় সঙ্গত করেন সুপান্থ মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে উচ্চাঙ্গসঙ্গীত উৎসব হয় ২০১২ সাল থেকে। আয়োজনটি সূচনার কয়েক বছর পর তারা প্রতিষ্ঠা করেন শাস্ত্রীয় সঙ্গীতের বিদ্যায়াতন ‘বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়।’ যার উদ্দেশ্য, দেশে শাস্ত্রীয় সঙ্গীতের নতুন প্রজন্মের শিল্পী তৈরি। যারা দীক্ষা নেবেন ভারতীয় উচ্চাঙ্গসঙ্গীতের খ্যাতিমান গুরুদের কাছ থেকেই। সেভাবেই একটু একটু করে দেশে উচ্চাঙ্গসঙ্গীতে নবীন শিল্পীরা আসছেন। বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের গত কয়েকটি আসরে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা ছিল। এবার তাদের নিয়ে দুই দিনব্যাপী প্রথম উচ্চাঙ্গসঙ্গীত আসর ‘সুনাদ’র আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে দর্শকরা এ আয়োজনের বেশ প্রশংসা করেন। এ রকম আয়োজন নিয়মিত হলে দেশে সঙ্গীত চর্চা আরও অনেকদূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর বিষয়ে থিয়েটার পরিবেশনা ॥ জার্মানির ডুইসেলডর্ফ থেকে আগত থিয়েটার দল ‘ডি মিমোজেন।’ দলের দুই সদস্য স্টেফিনে জীবার্স এবং কাই মাইস্টার। তারা তাদের একটি বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন এবং এর ক্ষতিকর দিকগুলো তরুণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। যার উদ্দেশ এই বিষয়ে সচেতনতা তৈরি। মঙ্গলবার গোয়েটে ইনস্টিটিউট তাদের ধানম-ির নিজস্ব মিলনায়তনে ঢাকায় তাদের পার্টনারস স্কুল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য এই বিশেষ থিয়েটার প্রদর্শনীর আয়োজন করে। এদিন বিকেলে ঢাকার পার্টনারস স্কুল প্রোগ্রামের প্রায় ১৬০ জনের অধিক আমন্ত্রিত শিক্ষার্থী অনুষ্ঠানটি উপভোগ করে। গোয়েটে ইনস্টিটিউটের পরিচালক ড. কিরস্টেন হাকেনব্রোক অনুষ্ঠানটি উদ্বোধন করেন। সঙ্গীত পরিষদের নতুন কমিটির অভিষেক ॥ কণ্ঠশিল্পী রেহানা আশিকুর রহমানকে সভাপতি ও গীতিকার ফেরদৌস হোসেন ভূঁইয়াকে মহসচিব করে বাংলাদেশ সঙ্গীত পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠিত হলো। কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সুরকার, গীতিকার ও নৃত্যশিল্পী সংস্কৃতির এই পাঁচশাখার শিল্পীদের নিয়ে গঠিত নতুন এই কমিটি ২০১৮-২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। ‘সঙ্গীত ও শিল্পকলার মানোন্নয়ন এবং দেশজ সংস্কৃতির বিকাশ ও লালন আমাদের অঙ্গীকার’ স্লোগানে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ৩১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনা ও মনোজ্ঞ সঙ্গীতাসরের মধ্য দিয়ে সাজানো ছিল আয়োজনটি।
×