ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংককে চিকিৎসাধীন সৈয়দ আশরাফের ছুটি মঞ্জুর সংসদে

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০১৮

ব্যাংককে চিকিৎসাধীন সৈয়দ আশরাফের ছুটি মঞ্জুর সংসদে

সংসদ রিপোর্টার ॥ সংসদের কার্যক্রম থেকে আগামী ৯০ কার্য দিবসের জন্য ছুটি নিয়েছেন অসুস্থ হয়ে বর্তমানে ব্যাংককে চিকিৎসাধীন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁর টানা ৯০ কার্যদিবসের ছুটি মঞ্জুর করেছে জাতীয় সংসদ। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে জনপ্রশাসন মন্ত্রীর ছুটির আবেদনপত্র পাঠপূর্বক ভোটে দিলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে আবেদন মঞ্জুর করেন। স্পীকার জানান, ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রীর একটি ছুটির আবেদনপত্র পেয়েছি। আবেদনপত্রের বিষয় হচ্ছে-দশম জাতীয় সংসদের ১৬২, কিশোরগঞ্জ-১ হতে নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছুটি মঞ্জুর প্রসঙ্গে।
×