ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরিবর্তনের জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই ॥ ড. কামাল

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০১৮

পরিবর্তনের জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার অর্থবহ পরিবর্তনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব স্বাধীনতা সুরক্ষার জন্য জনগণকেই দায়িত্ব নিতে হবে। কেননা জনগণই হচ্ছে দেশের সকল কিছুর মালিক। তাই দেশের মালিকানা প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। মঙ্গলবার সকালে খুলনা যাওয়ার পথে যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, জাতীয় ঐক্যকে বিতর্কিত করতে বি. চৌধুরীকে ঘিরে যে অপপ্রচার হচ্ছে তা ঠিক নয়। তিনি আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন। স্টাফ রিপোর্টার, খুলনা অফিস জানায়, গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘সংবিধান নিয়ে খেলা করা চলছে। কোন জবাবদিহিতা নেই। সংবিধানের মালিক জনগণ। প্রজাতন্ত্র ও রাষ্ট্রের মালিক জনগণ, সরকার জনগণের সেবকমাত্র। তারা যদি সেটা না বোঝে তাহলে নাগরিককে মালিকের ভূমিকায় আসতে হবে এবং সেটা বুঝিয়ে দিতে হবে।’ তিনি মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আয়োজনে যুক্তফ্রন্টের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
×