ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা ও দুই মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮

বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা ও দুই মাদক কারবারি নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজার ও পাবনায় র‌্যাব-পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এবং সোমবার গভীর রাতে এ সব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে কক্সবাজারে নিহত দুজনÑ সামাদ ও হানিফ মাদক কারবারি এবং পাবনায় নিহত কোরবান আলী চরমপন্থী নেতা। বন্দুকযুদ্ধের পর উভয় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। চট্টগ্রাম অফিস জানায়, কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনই মাদক বিক্রেতা বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার ভোরে উখিয়ার মরিচ্যাবাজার চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং দেশী-বিদেশী কয়েকটি আগ্নেয়াস্ত্র। র‌্যাব সূত্র জানায়, পণ্যবাহী একটি ট্রাকে ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতে মরিচ্যাবাজার চেকপোস্ট এলাকায় ট্রাকটিকে থামার সঙ্কেত দেয়া হয়। কিন্তু না থেমে ট্রাক থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়। নিহতরা হলো আবদুস সামাদ (২৭) এবং আবু হানিফ (৩০)। অকুস্থল থেকে ইয়াবা ট্যাবলেট ছাড়াও উদ্ধার হয়েছে দুটি দেশীয় অস্ত্র, একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শ্যূটারগান এবং ৮ রাউন্ড গুলির খোসা। ইয়াবা বহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাবনা ॥ জেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নকশালবাহিনীর নেতা কোরবান আলী নিহত হয়েছে। ঘটনাটি সোমবার রাত ২টার দিকে আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে ঘটেছে। নিহত কোরবান আলী (৩৫) যাত্রাপুর গ্রামের মৃত কিয়ামউদ্দিন ওরফে কায়মুদ্দিনের ছেলে। সে লক্ষ্মীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলবার, ৪ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করেছে। আতাইকুলা থানার পুলিশ জানায়, চরমপন্থী নকশাল দলের সদস্যরা আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের শ্মশানের পাশে একটি বাগানে গোপন বৈঠক করার খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে দু’পক্ষের মধ্যে ৩০ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
×