ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অক্টোবরে দেশের অনেক কিছুতে পরিবর্তন হবে ॥ মওদুদ

প্রকাশিত: ০৫:৫২, ১৯ সেপ্টেম্বর ২০১৮

অক্টোবরে দেশের অনেক কিছুতে পরিবর্তন হবে ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ অক্টোবরে দেশের অনেক কিছুতে পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় মানবাধিকার পরিষদ’ নামক একটি সংগঠন আয়োজিত ‘ভোটাধিকার, ন্যায়বিচার ও মানবাধিকার: বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মওদুদ বলেন, সময় আর বেশি নেই, ফুরিয়ে আসছে। বিরাট চ্যালেঞ্জ আমাদের সামনে। কীভাবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব, সেটিই বড় চ্যালেঞ্জ। এক মাসের মধ্যে দেশের অনেক কিছু পরিবর্তন হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এমন প্রস্তুতি নিতে হবে, যাতে এই সরকারকে বাধ্য করা যায় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে। দেশের মানুষ ঐক্যবদ্ধ। ১৪ দল ছাড়া সবাই ঐক্যমতে পৌঁছেছে। দেশের সব মানুষের দাবি একটাই, নিরপেক্ষ নির্বাচন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড প্রসঙ্গে মওদুদ বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। যারা তাকে দেখে এসেছেন তাদের বর্ণনা শুনলে চোখে পানি এসে যায়। আমরা তার চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের আশ্বস্ত করলেও কথা অনুযায়ী কাজ করেননি। যাদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগ করেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে ছলচাতুরি করা হচ্ছে, তার জবাব একদিন দিতে হবে। অবিলম্বে খালেদা জিয়ার চিকিৎসার জন্য নতুন বোর্ড গঠন করার দাবি জানাই। সরকারী চাকরিতে কোটা না রাখার সুপারিশের বিষয়ে তিনি বলেন, দেশের নতুন প্রজন্ম বুঝতে পেরেছে আওয়ামী লীগ কেমন রাজনৈতিক দল। তারা মনে করছে চাকরিতে কোটা না রাখার সুপারিশের বিষয়টিও একটা প্রতারণা। কারণ এ বিষয়ে আগেও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তবে এ প্রতারণার জন্য আগামী নির্বাচনে নতুন প্রজন্ম আওয়ামী লীগকে আর ভোট দেবে না। খালেদা জিয়া ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়ছেন- নজরুল ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×