ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ উন্মাদনার পাক-ভারত লড়াই

প্রকাশিত: ০৫:৫১, ১৯ সেপ্টেম্বর ২০১৮

আজ উন্মাদনার পাক-ভারত লড়াই

শাকিল আহমেদ মিরাজ ॥ পাকিস্তান তারকা পেসার হাসান আলি জানিয়েছেন, সম্ভব হলে ভারতের সবকটি উইকেট তিনি একাই তুলে নেবেন! সতীর্থদের উদ্দেশে অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের পরামর্শ, ‘একদমই উত্তেজিত হওয়া যাবে না, চাপ না নিয়ে নিজেদের খেলাটাই কেবল খেলতে হবে।’ বললেই হলো? ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই তো স্থায়ুর খেলা! মাঠে খেলোয়াড়দের ছাপিয়ে বিশ্বজুড়ে অগণিত ক্রিকেটপ্রেমীর হৃদয়েও চড়ে বসে সেই চাপ! টেস্ট, ওয়ানডে, টি২০ মিলিয়ে দু’দলের মধ্যে অনেক অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কিন্তু উন্মদনায় এতটুকু ভাটা পড়েনি। এশিয়া কাপের ১৪তম আসরে আজ তেমনি একটি উন্মাদনার পারদ চড়ানো লড়াইয়ে মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি। চিরবৈরী দুটি দেশ। একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাধারী সরফরাজ আহমেদের পাকিস্তান, অন্যদিকে এই আসরের ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ভারত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস অপেক্ষার ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত ১২৯ দেখায় ভারতের জয় ৫২ ও পাকিস্তানের ৭৩টিতে। ৪টি ম্যাচ হয় পরিত্যক্ত। আর এশিয়া কাপে ১১ ম্যাচে সমান ৫টি করে জয়-পরাজয় দুই দলের। পরিত্যক্ত ১। বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে দু’দলের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ অনেকদিন বন্ধ থাকায় অপেক্ষার এ লড়াই এখন কেবল আইসিসির টুর্নামেন্টগুলোতেই দেখা যায়। তাই আকর্ষণও অনেক। এবারের এশিয়া কাপের টিকেট বিক্রির ঘোষণা দেয়ার পর একদিনের মধ্যেই এই ম্যাচের টিকেট শেষ হয়ে যায়। ‘এ’ গ্রুপে দলটির সঙ্গী বাছাই খেলে আসা হংকং। নিজেদের প্রথম ম্যাচেই যাদের উড়িয়ে দিয়েছে সরফরাজের পাকিস্তান। সুতরাং ব্যতিক্রম কিছু না ঘটলে সুপারফোরে আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পাবেন ভক্তরা। গেল বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে ১২৪ রানে জিতেছিল বিরাট কোহলির ভারত। তবে ফাইনালে ভারতকে লড়াই করার সুযোগ দেয়নি পাকিস্তান। ১৮০ রানের বিশাল জয়ে শিরোপা জিতে নেয় চিরশত্রু পাকিস্তান। এশিয়া কাপে কোহলি ব্রিশামে থাকায় ভারতকে নেতৃত্বে দিচ্ছেন রোহিত শর্মা। কেবল আজকের ম্যাচ নয়, পুরো আসর নিয়েই রোমাঞ্চিত হার্ডহিটার এই ব্যাটসম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর ফলে এশিয়া কাপে পাকিস্তানী সমর্থকদের বাড়তি প্রত্যাশা থাকবে বলে জানিয়েছেন লেগস্পিনার শাদাব খান, ‘এ ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সর্বশেষ মুখোমুখিতে আমরাই জয়ী হয়েছি। সেটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। তাই এ ম্যাচ জয়ের জন্য আমাদের ওপর চাপ থাকবে। আশাকরি সেরা খেলা উপহার দিতে পারব।’ ওদিকে সতীর্থদের ¯œায়ুর চাপ সামলে স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শনের পরামর্শ দিয়েছেন এমনি অনেক ভারত-পাকিস্তান দ্বৈরথের সাক্ষী শোয়েব মালিক। অভিজ্ঞ পাকিস্তান অলরাউন্ডার বলেন, ‘ওয়ানডেতে আমাদের ব্যাটসম্যানরা দারুণ করছে। আশা করছি ওরা এই টুর্নামেন্টেও ভাল করবে। আমিরাতের কন্ডিশনও আমাদের অনুকূলে থাকবে। আবার ম্যাচ জিতে ক্ষণিকের মধ্যে ২-৩টা উইকেট তুলে নেয়ার মতো বোলার আছে। সুতরাং ওদের বলেছি, খামাখা মাথা না ঘামিয়ে নিজেদের খেলাটা খেলে যাও।’ হাসান-শাদবরা কী পারবেন মাথা ঠা-া রাখতে? মাঠেই সেটি দেখা যাবে।
×