ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট উদ্বোধন আগামী মাসে

প্রকাশিত: ০৫:৫১, ১৯ সেপ্টেম্বর ২০১৮

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট উদ্বোধন আগামী মাসে

বিশ্বের সবচেয়ে বড় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্বোধন হবে আগামী মাসে। প্রতিষ্ঠানটির চীফ কো-অর্ডিনেটর ডাঃ সামন্ত লাল সেন মঙ্গলবার বাসসকে এ কথা জানান। ইনস্টিটিউটের চীফ কো-অর্ডিনেটর ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কো-অর্ডিনেটর সামন্ত লাল সেন বলেন, বার্ন চিকিৎসার নতুন দিগন্তের উন্মোচনে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হচ্ছে। এটি চালু হলে রোগীরা উন্নত চিকিৎসার সুযোগ পাবে। এতে অধিক সংখ্যক বার্ন রোগীর চিকিৎসার ব্যবস্থা ও প্লাস্টিক সার্জন থাকবে। রাজধানীর চানখারপুল এলাকায় নির্মীয়মান এ প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের পাশে অবস্থিত এ প্রতিষ্ঠানে আধুনিক চিকিৎসার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আশা প্রকাশ করেন যে, হাজার হাজার বার্ন রোগী এই বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবে। এটি উন্নত ও আধুনিক চিকিৎসার একটি অনন্য প্রতিষ্ঠান হবে বলে বাসসকে জানান তিনি। এই ইনস্টিটিউটে রয়েছে ৫০০ শয্যা, ৫৪ ইনসেনটিভ কেয়ার ইউনিট ও ১২টি অপারেশন থিয়েটার। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ডিএমসিএইচ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ করছে। ২০১৬ সালের ৬ এপ্রিল প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি ৫২২ কোটি টাকায় নির্মিত হচ্ছে। এতে বার্ন ইউনিট, প্লাস্টিক সার্জারি ইউনিট ও একাডেমিক উইং এই তিনটি ব্লক থাকবে। এর মূল ভবনের কাজ শুরু হয় ২০১৬ সালের ২৭ এপ্রিল।
×