ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ১৩ অক্টোবর পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৫:৫০, ১৯ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী ১৩ অক্টোবর পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন

সংসদ রিপোর্টার ॥ স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আগামী ১৩ অক্টোবর। এরই মধ্যে পদ্মা সেতুর ৫৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খানের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, একইদিন ঢাকা-ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত ৬ লেন এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা-ভাঙ্গা ৫৫ কিলোমিটার ৬ লেন রাস্তার উদ্বোধনের পাশাপাশি পদ্মা সেতুতে রেলাইনেরও ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন করা হবে। এছাড়া আনুসাঙ্গিক কিছু ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণ কাজ এই সময়ে সম্পন্ন হবে না। তবে অন্যান্য কাজের উদ্বোধন করা হবে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭১ সাল থেকে ২০০৮ পর্যন্ত গত ৩৭ বছরে মাত্র ৯১ দশমিক ৫৭ কিলোমিটার জাতীয় মহাসড়ক চারলেন বা তদুর্ধ লেনে উন্নীত হয়েছে। আর বর্তমান সরকারের গত ৯ বছরের শাসনামলে ৩৭৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেন বা তদুর্ধ লেনে উন্নীত করা হয়েছে। বর্তমানে ১০১ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ চলছে। তিনি জানান, রূপকল্প-২০২১ এর লক্ষ্য ও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জন এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৪১ বাস্তবায়নের উদ্দেশে বর্তমান সরকার নিরবিচ্ছিন্নভাবে করে কাজ যাচ্ছে। সময়োপযোগী উদ্যোগ, নিবিড় পরিবীক্ষণ ও তত্ত্বাবধায়ন এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মহাসড়ক নেটওয়ার্ক ও গণপরিবহন ব্যবস্থা ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। ফলে জনগণের যাতায়াত এবং পণ্য পরিবহন নির্বিঘœ ও সহজতর হয়েছে।
×