ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার বিদায়

আফগানিস্তানের জয়ে বাংলাদেশও সুপার ফোরে

প্রকাশিত: ০৮:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

আফগানিস্তানের জয়ে বাংলাদেশও সুপার ফোরে

জিএম মোস্তফা ॥ পারল না শ্রীলঙ্কা। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেও লজ্জাজনকভাবে হেরেছে এ্যাঞ্জেলো ম্যাথুজের দল। সোমবার শক্তিশালী লংকানদের ৯১ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের সুপার ফোরে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। দ্বিতীয় পর্বে তাদের সঙ্গী বাংলাদেশ। কেননা নিজেদের প্রথম ম্যাচেই যে শ্রীলঙ্কাকে হারিয়ে সেই পথটা তৈরি করে রেখেছিলেন তামিম-মুশফিক-মাশরাফিরা। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রান করে আফগানিস্তান। জবাবে ৪১.২ ওভারে মাত্র ১৫৮ রানেই গুটিয়ে যায় সিংহলীদের ইনিংস। ফলে প্রথম দল হিসেবেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। অথচ এশিয়ার অন্যতম সফল দল শ্রীলঙ্কা। কিন্তু এদিন আফগানিস্তানের ছুড়ে দেয়া ২৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি লংকান ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন উপল থারাঙ্গা। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে। ২৩ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা আর ২২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলঙ্কার হয়ে কুশাল পেরেরা ১৭ এবং ১৪ রান করেন শেহান জয়সুরিয়া। আফগানিস্তানের মুজিব উর রহমান, গুলবাদিন নাইব এবং রশিদ খান প্রত্যেকেই শ্রীলঙ্কার দুটি করে উইকেট লাভ করেন। তবে ম্যাচ সেরার পুরস্কার জেতেন আফগানিস্তানের রহমত শাহ। এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরু থেকেই দুর্দান্ত খেলে আজগর আফগানের দল। লংকান বোলারদের হতাশায় ডুবিয়ে দেখে-শুনে ব্যাট চালিয়ে যায় তারা। দলীয় ৫৭ রানে প্রথম উইকেটের পতন ঘটে আফগানিস্তানের। ৩৪ রানে ধনঞ্জয়ার বলে এলবির শিকার হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ শাহজাদ। এলবির ফাঁদে ফেলে আরেক ওপেনার এহসানউল্লাহ জান্নাতের (৪৫) উইকেটটিও দখল করেন ধনঞ্জয়া। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলেও আফগানিস্তানকে টেনে নিয়ে যান রহমত শাহ। কিন্তু দলীয় ১৯০ রানে চামিরার বলে থিসারা পেরেরার হাতে ক্যাচ আউট হন তিনি। তবে তার আগেই ৯০ বলে ৫ চারে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলে যান রহমত শাহ। রহমত শাহ সাজঘরে ফিরে যাওয়ার পর আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা ছিলেন শুধুই আসা যাওয়ার মিছিলে। আসলে দুর্দান্ত বল করে আফগান ব্যাটসম্যানদের ক্রিজে দাঁড়াতেই দেননি থিসেরা পেরেরা। মূলত এদিন তার বোলিং নৈপুণ্যেই আফগানদের ২৪৯ রানে থামাতে সক্ষম হয় লংকানরা। ৯ ওভার বল করে ৫৫ রানের বিনিময়ে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেন থিসেরা পেরেরা। ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে আফগানিস্তানের ২ উইকেট লাভ করেন আকিলা ধনঞ্জয়া। এছাড়া লাসিথ মালিঙ্গা, দুশমন্থ চামিরা এবং শিহান জয়াসুরিয়া প্রত্যেকেই প্রতিপক্ষের একটি করে উইকেট লাভ করেন।
×