ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাস চাপায়

প্রকাশিত: ০৭:৫১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীতে বাস চাপায়

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে বাসের ধাক্কায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছে ও তিন যাত্রী আহত হয়। কামরাঙ্গীরচরে স্মার্টফোন না পেয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে এক কিশোরী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আশুলিয়ায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তৃতীয় দুই হিজড়াসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার খিলগাঁওয়ে দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার ঢামেক মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্মার্টফোন না পেয়ে কিশোরীর আত্মহত্যার চেষ্টা ॥ কামরাঙ্গীরচরে স্মার্টফোন না পেয়ে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আতœহত্যার চেষ্টা চালিয়েছে এক কিশোরী (১৭)। মারাত্মক দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তদের গুলিতে হিজড়াসহ আহত ৩ ॥ আশুলিয়ার মরাগাঙ এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে থাকা অবস্থায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দুজনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে, হিজড়া শিখা ও আবদুল্লাহ। আহত গাড়ি চালকের নাম নুরুন্নবী।
×