ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ বলেছে দেখবে ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৭:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

জাতিসংঘ বলেছে দেখবে ॥ মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের সদর দফতরে যাওয়ার বিষয়ে বিএনপির অবস্থান ব্যক্ত করে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণেই আমরা সেখানে গিয়েছিলাম। তবে তিনি সে সময় বাইরে ছিলেন। তার দায়িত্বে ছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোসøাভ জেনকা। আমরা তার সঙ্গেই বৈঠক করেছি। নির্বাচনের আগে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘের সুদৃষ্টি পাওয়ার প্রতিশ্রæতি পেয়েছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আমরা তুলে ধরেছি। তারা এ বিষয়ে জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি। ওনারা বিষয়গুলো দেখবেন বলেছেন। সোমবার রাতে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা জানান। বিএনপির মহাসচিব বলেন, জাতিসংঘের চার্টারে পরিষ্কার বলা আছে, সদস্য দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল ও ব্যক্তি যে কেউ যে কোন বিষয় উপস্থাপন করতে পারে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ, মাহবুব হোসেন, ড. খান, গয়েশ্বর রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
×