ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুবিকস কিউব সমাধানে বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৭:০৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮

রুবিকস কিউব সমাধানে বিশ্বরেকর্ড

রুবিকস কিউবের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। এই ধাঁধার সমাধানে মাথা ঘামিয়ে ঘেমে সারা হয়েছেন অনেকেই। হাঙ্গেরীয় ভাস্কর এরনো রুবিক এই ধাঁধাটি আবিষ্কার করেন ১৯৭৪ সালে। আবিষ্কর্তা এর নাম রেখেছিলেন ম্যাজিক কিউব কিন্তু ১৯৮০ সালে ‘আইডিয়াল টয়স’ নামের এক খেলনা প্রস্তুতকারী কোম্পানি এর নাম দেয় রুবিকস কিউব। সেই থেকে এটি ম্যাজিক কিউবের চেয়ে রুবিক’স কিউব নামেই বেশি পরিচিত। আবিষ্কারের পর থেকে নানাভাবে এই ধাঁধার সমাধান করে রেকর্ড বইয়ে নাম লেখানোর চেষ্টা করা হয়েছে। এবার পানির নিচে এক দমে ছ’বার রুবিক’স কিউবের ধাঁধার সমাধান করে তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার শিক্ষার্থী ভাকো মার্চেশভিল। ১৮ বছর বয়সী ভাকোর নতুন এ রেকর্ড করতে ছয় মাস চর্চা করতে হয়েছে। আগের রেকর্ড ভাঙতে আর নিজের নিরাপত্তার প্রশ্নে কঠিন পরিশ্রম করতে হয়েছে ভাকোকে। কারণ একটু এদিক ওদিক হলেই জীবন-মরণ প্রশ্ন। জিনো প্যারাডাইস এ্যাকোয়া পার্কে পানি দিয়ে ভরা একটি ট্যাংকের ভেতর ভাকো ছয়টি রুবিক’স কিউব সমাধান করে এক মিনিট ৪৪ সেকেন্ড সময়ে। ভাকোর বিশ্বাস, তার এই রেকর্ড বেশ কিছুদিন টিকে থাকবে। এর আগের রেকর্ডটি ছিল নিউ জার্সির এন্থনি ব্রুকসের, এক দমে পাঁচটি কিউবের সমাধান করেছিলেন ২০১৪-এর আগস্টে। ডিপ্রজন্ম ডেস্ক
×