ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী আয়েশার বিজ্ঞানে সাফল্য

প্রকাশিত: ০৭:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশী আয়েশার বিজ্ঞানে সাফল্য

আয়েশা আহমেদ। মেধাবী একটি নাম। জ্বলজ্বলে তারকার মতো আলোকিত একটি নাম। যে নামের ঔজ্জ্বল্যে আলোকিত হয়েছে আমাদের প্রিয় দেশ। প্রবাসে বাংলাদেশকে মহিমান্বিত করেছে। গৌরবান্বিত করেছে তার মা-বাবাকে। আয়েশা আহমেদ আবারও আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ২০১৮ জুনিয়র ব্রেকথ্রুু বিজ্ঞান প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছে। সারা বিশ্বের প্রায় ১৭০টি দেশের ১১ হাজারেরও অধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিশ্ববিখ্যাত এই প্রতিযোগিতায় সে লাল-সবুজের প্রতিনিধি। তার বিজয় আমাদের বিজয়। এই প্রতিযোগিতার এখন সে আছে পপুলার ভোটিং রাউন্ডে। আয়েশা সবার কাছে ভোট প্রত্যাশী। যঃঃঢ়ং://স.ভধপবনড়ড়শ.পড়স/ংঃড়ৎু.ঢ়যঢ়?ংঃড়ৎুথভনরফ=২৩০২৭৯৬৯১০০০৫২৯্রফ=৫৬০৯২০৬২৩৯৩৩২৯৮্থৎফৎ -এই ভিডিও লিঙ্কটাতে গিয়ে লাইক, লাভ, ওয়াও ক্লিক করলেই একটি ভোট পাবে আয়েশা। এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করলে আরও একটি ভোট জমা হবে আয়েশার ঝুলিতে। বর্তমানে তিনি প্রতিযোগিতায় অনলাইন ভোটের আওতায় রয়েছেন। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ২০১৭ সালের এই প্রতিযোগিতায় আয়েশা সেলিফাইনালে উঠেছিল। অল্প কিছু ভোটিংয়ের জন্য ফাইনালে উঠতে পারেনি। এবার আপনার একটা লাইক, লাভ, ওয়াও ক্লিক করলে আয়েশা ফাইনালে উঠে তার সাফল্য অর্জন করে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারবে। আয়েশার বাবা মুনীর আহমেদ আবুধাবিতে উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা ও কনসালট্যান্ট। বাবার চাকরি সুবাদে আয়েশা আবুধাবির সৈফাত স্কুলে গ্রেড ১২ পর্যন্ত পড়াশোনা করেছেন। আয়েশার গ্রামের বাড়ি বরিশাল। দেশের প্রতি অগাধ টান ও ভালবাসা থেকে প্রায় প্রতি বছর তারা দেশে বেড়াতে আসেন। বড় হয়ে দেশের সুনাম অর্জনে কাজ করার ইচ্ছা তার। আয়েশা বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স বিষয়ে অধ্যয়ন করছেন। আয়েশার পছন্দের বিষয় গণিত, মহাকাশ ও পদার্থবিদ্যা। বিজ্ঞানের প্রতি তার দুর্নিবার আকর্ষণ। এ বিষয়ে ছোটবেলা থেকে লেখালেখি করে আসছেন। ইংরেজী তার প্রথম ভাষা হলেও বাংলা সাহিত্যের প্রতি যথেষ্ট অনুরাগ রয়েছে। আয়েশা সাহিত্যেও কম নন! ইংরেজী কবিতা লিখে আর আবৃত্তি করে আবুধাবির অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। আয়েশা প্রখ্যাত ‘টেডটক’র সঙ্গে জড়িত। তার ‘টেডটক’ বক্তৃতা অনেক সুনাম কুড়িয়েছে। বিজ্ঞান অন্তপ্রাণ আয়েশা নতুন নতুন বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবন করতে ভালবাসে। লাল সবুজের কা-ারি আয়েশা চায় বাংলাদেশের ছাত্রছাত্রীরা বিজ্ঞানে আরও এগিয়ে আসুক। ব্রেকথ্রু বিজ্ঞান প্রতিযোগিতায় মাধ্যমে অনেকেই বিজ্ঞানের প্রতি উৎসাহিত হোক। আন্তর্জাতিকভাবে বিজ্ঞানে এগিয়ে যাক বাংলাদেশ। এ প্রসঙ্গে আয়েশা আহমেদ বলেন, ‘এই সাফল্যে আমি খুব খুশি। এই সাফল্যের ধারাবহিকতা রাখতে চাই। তাই সবার দোয়া প্রয়োজন আমার।’
×